নয়াদিল্লি: শেষ হল জাতীয় নির্বাচন৷ চলছে জনমত সমীক্ষার পালা৷ ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছে বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা৷ বাংলায় কটি আসন পাবে তৃণমূল, বিজেপি, বাম? কী বলছে জনমত সমীক্ষা? চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট পেশ করল টাইম নাও ও এবিপি নিয়েলসন এবং রিপাবলিক টিভি৷ সমীক্ষায় একধাপ এগিয়ে এবিপি নিয়েলসন এবার বাংলার ৪২ আসনে সমীক্ষা চালিয়ে প্রকাশ করেছে সম্ভব্য জয়ী প্রার্থীদের তালিকা৷
এবিপি নিয়েলসনের সমীক্ষা বলছে, এবারে খুব সম্ভবত দার্জিলিং থেকে জয়ী হতে পারে বিজেপি৷ কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ আলুপুরদুয়ার কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ মালদহ উত্তর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস৷ মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হতে পারে কংগ্রেস৷ জঙ্গিপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে কংগ্রেস৷ মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ কষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ রানাঘাট কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ বনগাঁ কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ হাওড়া কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ উলুবেড়িয়া কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ হুললী কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ আরামবাগ কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ তমলুক কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ কাঁথি কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷ ঝাড়গ্রাম কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ পুরুলিয়া কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ বাঁকুড়া কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি৷ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল৷
গত ২০১৪ সালে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৪, বিজেপি ২, সিপিএম ২, কংগ্রেস ৪৷ টাইম নাও বলছে, এবার অনেকটাই কমতে পারে তৃণমূল৷ টাইম নাওয়ের সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ২টি আসন৷ বিজেপি পেতে পারে ১১টি, তৃণমূল ২৮টি, বামেরা ১টি৷ এবিপি নিয়েলসন বলছে, তৃণমূল ২৪টি, বিজেপি ১৬টি, কংগ্রেস ২টি৷ বামেরা নাকি খাতা খুলতে পারবে না৷ রিপাবলিক টিভি বলছে, বিজেপি পেতে পারে ১৮-২৬টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৩টি, তৃণমূল ১৩-২১টি আসন৷
এই রিপোর্ট প্রকাশিত হতেই টুটারে নিজের মতামত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আমি এই জনমত সমীক্ষা বিশ্বাস করি না৷ এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত৷ গুজব ছড়ানো হচ্ছে৷ আমি সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সাহসী হতে আর্জি জানায়৷ আমরা একসঙ্গে এই যুদ্ধ যুদ্ধ করব৷’’
I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019
#TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for West Bengal:
Seat Share:
Cong: 02
BJP: 11
AITC: 28
LF: 01
Others: 0Vote Share:
Cong: 8.8%
BJP: 31.86%
AITC: 39.1%
LF: 15.9%
Others: 4.34% pic.twitter.com/oZ95AFolvZ— TIMES NOW (@TimesNow) May 19, 2019
কার দখলে থাকবে দিল্লি?
২০১৪ সালে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল৷ তারা পেয়েছে ২৮২টি আসন। আর বিজেপি জোট তথা এনডিএ সব মিলিয়ে পেয়েছে ৩৩৪টি আসন। অপরপক্ষে শুধু কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন। কংগ্রেস জোট তথা ইউপিএ পেয়েছে ৬০টি আসন। অন্যান্যরা ১৪৯টি।
যোগীর রাজ্যে কেমন হবে বিজেপির ফলাফল? কী বলছে জনমত সমীক্ষা
টাইম নাও সমীক্ষা বলেছে, এবার বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৩০৬টি আসন৷ কংগ্রেস ১৩২টি ও অন্যান্য ১০৪টি৷
কটি আসন পেতে পারে বিজেপি? কী বলছে জনমত সমীক্ষা?
রিপাবলিক টিভি বলছে, বিজেপি বা এনডিএ জোট পেতে ২৯৫-৩১৫, কংগ্রেস বা ইউপিএ জোট ১২২-১২৫, অন্যান্য পেতে পারে ১০২-১২৫টি আসন৷ এবিপি নিয়েলসন বলছে, এমডিএ ২৬৭, কংগ্রেস ১২৭, মহাজোট ১৪৮টি৷
ফলে, তিনটি সমীক্ষায় গেরুয়া ঝড় আসছে, তা কার্যত পরিস্কার৷ তবে, বাস্তবের ফলাফল পাওয়া যাবে ২৩ মে৷