মুম্বই: অভিনেতা অক্ষয় কুমারের নাগরিকত্ব নিয়ে সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তাতে প্রতিক্রিয়া দিলেন সুপারস্টার। অভিনেতা জানিয়েছেন, তিনি কানাডার নাগরিক, একথা ঠিক। কিন্তু তার জন্য তিনি ভারতকে কতটা ভালোবাসেন, তা প্রমাণ করার প্রয়োজন নেই।
লোকসভা নির্বাচনের মরশুমে মুম্বইয়ে সম্প্রতি অক্ষয়ের কানাডার নাগরিকত্ব নিয়ে বিতর্ক বাঁধে। তা নিয়ে তাঁকে নানা মহল থেকে প্রশ্ন করা হচ্ছিল। শেষমেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি জবাব দিলেন। সমালোচকরা দাবি করেছিলেন, অক্ষয় কুমারকে রাজনৈতিকভাবে সচেতন নাগরিক এবং ‘জাতীয়তাবাদী’ বলেই মনে হয়। কিন্তু আদতে তিনি কানাডার নাগরিক। আর ভোটের মরশুমে এটা নিয়েই তুমুল জল্পনা শুরু হয়ে যায়।
অক্ষয় ট্যুইটে বলেন, ‘আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে, আমার নাগরিকত্ব নিয়ে অহেতুক কেন আলোচনা হচ্ছে। আমার যে কানাডার পাসপোর্ট রয়েছে, তা আমি কখনওই লুকোয়নি। আর এটাও সত্যি যে বিগত সাত বছর ধরে আমি সেদেশে যাইনি। তিনি আরও বলেন, ‘আমি ভারতে কাজ করি এবং আমার আয়করও এদেশেই দিই। কেন এতগুলো বছর ভারতের প্রতি আমার ভালোবাসা প্রমাণের দরকার পড়ল না? এটা আমার কাছে অত্যন্ত হতাশজনক যে, লাগাতার আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’