কেন হয়নি এইমস? ভোটের বাজারে উত্তরে ঝাঁপাচ্ছে কংগ্রেস

রায়গঞ্জ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের এইমস ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নামতে চলেছে কংগ্রেস। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, রায়গঞ্জে এইমস না হওয়ার পেছনে দায়ী বাম, বিজেপি ও তৃণমূল কংগ্রেস। তাই ওদের ভোট চাওয়ার কোনও অধিকার নেই। কেন্দ্রে কংগ্রেস সরকার এলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবার এইমসের দাবিতে তাঁরা দিল্লিতে যাবেন। এবং এইমসকে রায়গঞ্জে স্থাপন করে প্রিয়রঞ্জন

bb3134b51ce6e66602caea8272c14ba0

কেন হয়নি এইমস? ভোটের বাজারে উত্তরে ঝাঁপাচ্ছে কংগ্রেস

রায়গঞ্জ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের এইমস ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নামতে চলেছে কংগ্রেস। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, রায়গঞ্জে এইমস না হওয়ার পেছনে দায়ী বাম, বিজেপি ও তৃণমূল কংগ্রেস। তাই ওদের ভোট চাওয়ার কোনও অধিকার নেই। কেন্দ্রে কংগ্রেস সরকার এলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবার এইমসের দাবিতে তাঁরা দিল্লিতে যাবেন। এবং এইমসকে রায়গঞ্জে স্থাপন করে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন পূরণ করবেন।

বাম কংগ্রেস আসন সমঝোতাকে দফারফা করে রাজ্যের ৪২ আসনেই প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। প্রথম তিন দফার প্রার্থী তালিকা তৈরি করে রাজ্য কংগ্রেস ইতিমধ্যেই তা দিল্লিতে পাঠিয়েছে। দিল্লি থেকে রায়গঞ্জ আসনে দীপা দাসমুন্সির নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে আনুষ্ঠানিক ভাবে দীপা দেবীর নাম ঘোষণা এখনও না হলেও জেলা কংগ্রেস নেতৃত্ব দীপা দাসমুন্সির নামে রায়গঞ্জ লোকসভা এলাকায় প্রচার শুরু করে দিয়েছে। সূত্রের খবর মঙ্গলবার দিনই জেলায় প্রবেশ করছেন দীপা দেবীও। এরই মাঝে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন এইমস হাসপাতালকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন তাঁরা। বাম, বিজেপি ও তৃণমূল কংগ্রেস এইমস স্থাপনের জন্য জমি অধিগ্রহণ না করে তা কল্যাণীতে নিয়ে গিয়েছে। ওদের ভোট চাওয়ার কোনও অধিকার নেই। উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে মোদী, দিদি।

রায়গঞ্জে দীপা দাসমুন্সির জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী পবিত্র বাবু বলেন, এই লোকসভা ভোটেই কেন্দ্রে কংগ্রেস সরকার আসবে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। তারপরেই আমাদের নেত্রী দীপা দাসমুন্সিকে সাথে নিয়ে দিল্লিতে রাহুল গান্ধীর সাথে দেখা করব। এইমস রায়গঞ্জে করার জন্য আবার দাবী জানাবো। মানুষের স্বার্থে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন পূরণ করব।

গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে চর্তুমুখি লড়াই হয়েছিল। তাতে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের ঝুলিতে গিয়েছিল ৩১৭৫১৫ টি ভোট, দীপা দাশমুন্সি পেয়েছিলেন ৩১৫৮৮১ টি ভোট, বিজেপির নিমু ভৌমিক পেয়েছিলেন ২০৩১৩১ টি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্য দাশমুন্সি পেয়েছিলেন ১৯২৬৩৪ টি ভোট।

সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম জিতেছিলেন ১৬৩৪ ভোটে। এবারও মহম্মদ সেলিম সিপিএম থেকে প্রার্থী হয়েছেন। কংগ্রেস থেকে লড়ছেন দীপা দাশমুন্সি। তৃনমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। বিজেপি এখনও প্রার্থী ঘোষনা করেনি। মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরা হয়ে রায়গঞ্জ আসার পথে ইসলামপুরের দূর্গা মন্দিরে পূজো দেন দীপা দাশমুন্সি। তারপর সেখান থেকেই প্রচার শুরু করেছেন বলে পবিত্রবাবু জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *