কংগ্রেসের সঙ্গে কেন জোট করেননি অখিলেশ? নিজেই জানালেন কারণ

হরদোই ও কানপুর: বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বুধবার উত্তরপ্রদেশের হারদোই ও কানপুরে তিন দলের যৌথ প্রচারমঞ্চে বিজেপিকে আক্রমণের পাশাপাশি কংগ্রেসকেও বিঁধলেন সমাজবাদী পার্টি (সপা)’র শীর্ষনেতা অখিলেশ যাদব। বললেন, বিজেপির মতোই বিরোধীদের ভয় দেখানোর রাজনীতিতে বিশ্বাস করে কংগ্রেসও। উত্তরপ্রদেশে জোট প্রক্রিয়া ভেস্তে গিয়েছে ওদের ইগোর জন্য। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘চাওয়ালা ইমেজ’কেও এদিন কটাক্ষ করতে

3d416ce587a60274a69e02d76b6fea73

কংগ্রেসের সঙ্গে কেন জোট করেননি অখিলেশ? নিজেই জানালেন কারণ

হরদোই ও কানপুর: বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বুধবার উত্তরপ্রদেশের হারদোই ও কানপুরে তিন দলের যৌথ প্রচারমঞ্চে বিজেপিকে আক্রমণের পাশাপাশি কংগ্রেসকেও বিঁধলেন সমাজবাদী পার্টি (সপা)’র শীর্ষনেতা অখিলেশ যাদব।

বললেন, বিজেপির মতোই বিরোধীদের ভয় দেখানোর রাজনীতিতে বিশ্বাস করে কংগ্রেসও। উত্তরপ্রদেশে জোট প্রক্রিয়া ভেস্তে গিয়েছে ওদের ইগোর জন্য। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘চাওয়ালা ইমেজ’কেও এদিন কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। বললেন, ‘চাওয়ালা’ কে মানুষ ঢেলে ভোট দিয়েছিলেন। এখন তাঁরা বুঝে গিয়েছেন সেই ‘চাওয়ালা’র চায়ের স্বাদ কেমন?

উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে জোট করে লড়ছে সপা, বহুজন সমাজবাদী পার্টি (বসপা) এবং আরএলডি। এদিন হরদোইয়ে এই তিন দলের যৌথ সমাবেশ থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণের সুর সপ্তমে চড়ান অখিলেশ। পরে কানপুরে প্রচারসভায় গিয়ে তিনি একহাত নেন কংগ্রেসকে। ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল সপা। তাতে দু’দলই রাজনৈতিকভাবে কোনও ফসল ঘরে তুলতে পারেনি। বিজেপি নেতৃত্বাধীন জোটের কাছে কার্যত দুরমুশ হয়ে গিয়েছিল কংগ্রেস-সপা। তার পরেও লোকসভা ভোটকে সামনে রেখে ফের সেই জোট-সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঠাণ্ডাঘরে চলে গিয়েছে জোট-প্রক্রিয়া। আর তারজন্য এদিন কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন অখিলেশ। তিনি বলেছেন, কংগ্রেসের ইগোর কারণেই জোট হয়নি উত্তরপ্রদেশে। আসলে ওরা মুখে যাই বলুক, বিজেপির বাড়বাড়ন্ত রোখার সদিচ্ছা ওদের নেই। বরং সপা-বসপা-আরএলডি’র জোট বিজেপির সব স্বপ্ন বানচাল করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *