কলকাতা: কেন বন্ধ রবীন্দ্র সরোবর? প্রতিবাদ জানিয়ে সরোবরের তালা ভাঙল উত্তেজিত জনতা৷ ছেঁড়া হল কেএমডিয়ের নোটিশ৷ সরকারি পোস্টার, বিজ্ঞপ্তি ছিঁড়ে কার্যত তাণ্ডব বহিরাগতদের৷ ছট পুজোর রবীন্দ্র সরোবরে নিরাপত্তা ও বিধিনিষেধ উপেক্ষা করে বহিরাগতদের তাণ্ডব৷ উত্তেজনা রবীন্দ্র সরোবরে৷
জানা গিয়েছে, বন্ধ সরোবরের গেটের তালা ভাঙা হয় নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে৷ তালা ভেঙে তাণ্ডবের অভিযোগ৷ ঘটনার সময় পুলিশ কর্মীদের উপস্থিতি না ঘিরে উঠছে প্রশ্ন৷ গেটে তালা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ৷ তড়িঘড়ি নতুন করে গেট বন্ধ করার তোড়জোড় শুরু হয়৷ রবীন্দ্র সরোবরে মেট্রো ডেয়ারি গেটে তালা নতুন করে বন্ধ করার চেষ্টা করা হলেও বেশ কয়েকটি গেট খুলে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ উঠেছে৷
যদিও এর আগে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পরিবেশ দূষণ রুখতে পরিবেশ আদালতের নির্দেশকে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবরে কেউ যদি গিয়ে পুজো করেন, তাহলে পুলিশ কি তাদের লক্ষ্য করে গুলি চালাবে? এটা কখনও হতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই এবার ছট পুজোর কয়েক মুহূর্ত আগে রবীন্দ্র সরোবরে তালা ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে নয় বিতর্ক৷
গ্রিন ট্রাইবুন্যালে নির্দেশ অনুযায়ী ৪০ ঘণ্টা রবীন্দ্র সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ওই সময়ের মধ্যে কোনও ভাবেই রবীন্দ্র সরোবরকে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়৷ শুক্রবার রাত আট’টা থেকে রবিবার বেলা ১২’টা পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়৷ সরোবরের ১৫টি প্রবেশ পথে এই নির্দেশিকা লাগানো হলেও পাত্তা দিতে নারাজ জনতা৷
এর আগে গ্রিন ট্রাইবুন্যালের কড়া নির্দেশ সরোবরে ছট পুজো করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়৷ রবীন্দ্র সরোবরের বিকল্প ঘাটের বন্দোবস্ত করে কলকাতা পুরসভা৷ ছট পুজোর জন্য ৩২ লক্ষ টাকা ব্যয়ে পাটুলি ও নোনাডাঙার ঝিলে চারটি নতুন ঘাট তৈরি করা হয়েছে৷ কিন্তু, তারপরও রবীন্দ্র সরোবরে তালা ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক৷