আপনি এত নির্লজ্জ কেন? বনগাঁর চেয়ারম্যানকে তুলোধোনা বিচারপতির

কলকাতা: বনগাঁ পুরসভার অনাস্থা মামলায় তৃণমূলের বর্তমান চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তুলোধোনা বিচারপতির৷ ভরা এজলাসে বনগাঁ পুরসভার পুরপ্রধানকে উদ্দেশে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠ সঙ্গে নেই৷ তবুও চেয়ার আঁকড়ে আছেন? আপনি এত নির্লজ্জ কেন? সংখ্যাগরিষ্ঠের আনা প্রস্তাব মানা হয়নি৷ এটি গণতন্ত্রের পক্ষে ভুল৷ চেয়ারম্যান কাউন্সিলরদের আটকে দিয়েছে৷ এটি অত্যন্ত অন্যায় হয়েছে৷’’ তবে, এদিন বর্তমান পুরপ্রধানকে বিঁধলেও

82bd23b628a13216b6c2a37060dc6241

আপনি এত নির্লজ্জ কেন? বনগাঁর চেয়ারম্যানকে তুলোধোনা বিচারপতির

কলকাতা: বনগাঁ পুরসভার অনাস্থা মামলায় তৃণমূলের বর্তমান চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তুলোধোনা বিচারপতির৷ ভরা এজলাসে বনগাঁ পুরসভার পুরপ্রধানকে উদ্দেশে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠ সঙ্গে নেই৷ তবুও চেয়ার আঁকড়ে আছেন? আপনি এত নির্লজ্জ কেন? সংখ্যাগরিষ্ঠের আনা প্রস্তাব মানা হয়নি৷ এটি গণতন্ত্রের পক্ষে ভুল৷ চেয়ারম্যান কাউন্সিলরদের আটকে দিয়েছে৷ এটি অত্যন্ত অন্যায় হয়েছে৷’’

তবে, এদিন বর্তমান পুরপ্রধানকে বিঁধলেও বিচারপতি ইঙ্গিত দিয়েছে, ফের বনগাঁ পুরসভা অনাস্থা ভোট হতে পারে৷ কারণ, অনাস্থা আনার প্রস্তাবে ভুল রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ প্রয়োজনে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সামনে এই অনাস্থা  ভোট করানো হোক বলেও পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ এদিন সব পক্ষের সওয়াল-জবাবের পর মামলার পর্বরতী শুনানি সোমবার দুপুর ২টোয় নির্ধারিত করেছে আদালত৷

তাঁদের অনাস্থা প্রস্তাব আনতে বলেছিল আদালত৷ কিন্তু, তৃণমূল কাউন্সিলাররা নিজেরা অনাস্থা প্রস্তাব আনলেও পুরপ্রধানের পক্ষেই সমর্থন জানিয়েছেন৷ যা বাতিল হওয়া উচিত৷ এই মর্মে দায়ের হওয়া কলকাতা হাইকোর্টের  মামলা দায়ের ভিত্তিতে আজ পুরসভার চেয়ারম্যানকে কটাক্ষ করেন বিচারপতি৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ১১ জন কাউন্সিলারকে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ ছিল, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া শুরুর জন্য উপযুক্ত প্রশাসনিক কর্তাদের এই সময়সীমার মধ্যে মামলাকারীরা নোটিস দেবেন৷ মামলাকারীদের বক্তব্য ছিল, পুরসভার ২২টি আসনের মধ্যে বিজেপি’র সদস্য সংখ্যা ১২৷ যদিও একজন অপহৃত৷ এই অবস্থায় তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে চাইলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না৷ আদালত বলেছিল, যদি ওই প্রক্রিয়া শুরু করতে গিয়ে কোনও বাধা আসে, তাহলে মামলাকারীরা তা আদালতকে জানাতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *