কর্মসংস্থান ইস্যুতে ভরাডুবি হবে কার? মোদি না মমতার?

আজ বিকেল: নোটবন্দি থেকে জিএসটি, কৃষক মৃত্যু, আমজনতার ব্যাংকে ১৫ লক্ষ টাকা ঢোকেনি, গত দুবছরে চাকরির বদলে দেশে বেড়েছে দুকোটি বেকার। বিজেপি সরকার সেই তথ্য ধামচাপা দেওয়ার সর্বতো চেষ্টা করে গিয়েছে। নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি দের সঙ্গে বিজেপির লাগাম ছাড়া হৃদ্যতা, দেশের মানুষ ঋণ পরিশোধ করতে না পারলে তার ঘটিবাটি কেড়ে নাও। আর

কর্মসংস্থান ইস্যুতে ভরাডুবি হবে কার? মোদি না মমতার?

আজ বিকেল: নোটবন্দি থেকে জিএসটি, কৃষক মৃত্যু, আমজনতার ব্যাংকে ১৫ লক্ষ টাকা ঢোকেনি, গত দুবছরে চাকরির বদলে দেশে বেড়েছে দুকোটি বেকার। বিজেপি সরকার সেই তথ্য ধামচাপা দেওয়ার সর্বতো চেষ্টা করে গিয়েছে। নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি দের সঙ্গে বিজেপির লাগাম ছাড়া হৃদ্যতা, দেশের মানুষ ঋণ পরিশোধ করতে না পারলে তার ঘটিবাটি কেড়ে নাও।

আর এই টপমোস্ট ধনীরা ঋণ শোধ না করে পালিয়ে গেলে কেন্দ্রের তেমন কোনও তাপউত্তাপ থাকে না। একেবারে শেষ রাফাল কেলেঙ্কারি, রাহুল গান্ধী কোনও জনসভায় গেলেই এই প্রসঙ্গ তুলে বলতে থাকেন চৌকিদার চোর হ্যায়। তাঁর অভিযোগ বিনা কারণেই শুধুমাত্র অম্বানিকে বেশি অর্থ পাইয়ে দেওয়ার জন্য রাফাল চুক্তি নিয়ে ছিনিমিনি খেলেছেন মোদি। এই বেকারত্ব বৃদ্ধিই কি মোদির জয়রথ কে রুখে দেবে?

অন্যদিকে এগিয়ে বাংলার প্রচার করতে করতে চপমুড়ির দোকান থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, বিনিয়োগ আসার নানা জল্পনা। ফ্লিপকার্ট ও জিও-র নতুন কর্মসংস্থানের সুযোগ। ফিরিস্তি যাই হোক না কেন, এসএসসি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, পিএসসি- নিয়ে রাজ্যের ছেলেখেলা। মমতার এগিয়ে বাংলার প্রজেক্টকে তো বিদ্রূপ করছে তাতে কোনওরকম সন্দেহ নেই। তাহলে কি, সিন্ডিকেট, ধর্মীয় বিভাজন, নাগরিকত্ব বিলকে ইস্যু করে বাংলার জয়ের ব্যাটন উঠবে বিজেপির হাতে? আর বেকারত্বের দায়ে ভরাডুবি হবে মমতার, কী মনে হচ্ছে বলুন তো? কর্মসংস্থান ইস্যুতে ভরাডুবি হবে কার? মোদি না মমতার? জানান আপনার মতামত৷ আপনার মতামত তুলে ধরা হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *