কলকাতা: এক ধাক্কায় অনেকটাই ভোট বাড়িয়েছে বিজেপি৷ লোকসভায় ১৮টি পেয়ে প্রধান বিরোধী শিবিরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বিজেপি৷ ভোটের ময়দানে প্রথম থেকে তৃণমূল-বিজেপি যুদ্ধ শুরু হলেও ভোটের ফল ঘোষণার পরও তা থামেনি৷ দিকে দিকে অশান্তি লেগেই রয়েছে৷ জ্বলছে ভাটপাড়া৷ কিন্তু, কেন এমন হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
১৪৪ ধারা চললেও কীভাবে ভাটপাড়ায় গেল বিজেপির সংসদীয় প্রতিনিধি দল? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ‘‘১৪৪ ধারার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতারা ইন্ধন দিতে গেলে আমরা তো আটকাতে পারি না৷ এটা পুলিশ-প্রশাসনের দায়িত্ব৷ আমি কী বলব৷ পুলিশ ১৪৪ ধারা বলে এক জনকে আটকাবে আর অন্যদের যেতে দেবে, এটা তো হতে পারে না৷’’ আজই বিজেপি সাংসদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যান৷ প্রশ্ন ছিল, বিজেপি অভিযোগ করছে, ভাটপাড়া হাতছাড়া হয়েছে তৃণমূলের, সেই কারণেই এই হামলা হয়েছে৷ বলেন, ‘‘আমাদের এখানে কোনও কিছুই হয়নি৷ যাঁকে নিয়ে এসেছেন, বুঝতে পারবেন ঠেলা৷’’