নেতার গলায় কে পরাবে মালা? রাজপথে হাতাহাতি বঙ্গ বিজেপির

দমদম: খাস কলকাতার রাজপথে গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপির নেতাকর্মীরা৷ বচসা, হাতা-হাতির জেরে কার্যত রণক্ষেত্রের চেহার নিল বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের নির্বাচনী রোড শেকে কেন্দ্র করে৷ কিন্তু, হঠাৎ কেন বিবাদ? শনিবার সকালে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে নিয়ে দমদমে রোড শো করেন বিজেপি নেতা মুকুল রায়৷ যশোহর রোডে দমদম পার্কের সামনে থেকে শুরু হয়েছিল শমীকের রোড

নেতার গলায় কে পরাবে মালা? রাজপথে হাতাহাতি বঙ্গ বিজেপির

দমদম: খাস কলকাতার রাজপথে গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপির নেতাকর্মীরা৷ বচসা, হাতা-হাতির জেরে কার্যত রণক্ষেত্রের চেহার নিল বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের নির্বাচনী রোড শেকে কেন্দ্র করে৷ কিন্তু, হঠাৎ কেন বিবাদ?

শনিবার সকালে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে নিয়ে দমদমে রোড শো করেন বিজেপি নেতা মুকুল রায়৷ যশোহর রোডে দমদম পার্কের সামনে থেকে শুরু হয়েছিল শমীকের রোড শো৷ মিছিল পোস্ট অফিস রোডে উঠতেই হঠাতই  বিজেপির দুই শীর্ষ নেতৃত্বের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কর্মীদের একাংশ৷ তুঙ্গে ওঠে বচসা৷ মুকুল-শমীকের তরফে শান্ত হতে নির্দেশ দেওয়া হলেও কে শোনে কার কাথা৷ একটি বাসন্তী ফুলের মালা নিয়ে টানাটানি শুরু হয়৷ একপক্ষ মুকুলের গলায় পরাতে চান মালা, অন্য শিবেরিরের দাবি ছিল, প্রার্থীর গলায় উঠক মালা৷

অভিযোগ, উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হতেই একদল বিজেপি কর্মী হাতে মালা নিয়ে ম্যাটাডোরের দিকে এগোতে যান। অন্য দল এসে আটকে দেয়। বেঁধে যায় হাতাহাতি। খানিকক্ষণ থমকে যায় মিছিল৷ মুহূর্তে গোটা এলাকাজুড়ে যানজটের পরিস্থিতি তৈরি হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে কর্মীদের ধমকে এলাকা ছাড়ে বিজেপি প্রাচর গাড়ি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + seven =