দিল্লির মসনদে বসবে কে? কী বলছে ভোটের আগে ও পরের সমীক্ষা?

দিল্লির মসনদে বসবে কে? কী বলছে ভোটের আগে ও পরের সমীক্ষা?

নয়াদিল্লি: ভোট পূর্ববর্তী সমস্ত সমীক্ষা বলেছিল দিল্লিতে ভরাডুবি হতে চলেছে বিজেপি৷ এবার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় সেই একই ইঙ্গিত মিলছে৷ রাজধানী নির্বাচন-পরবর্তী সমীক্ষা ইতিমধ্যেই প্রকাশ হতে শুরু করেছে৷ একের পর এক বুথ ফেরত সমীক্ষার ফলাফল মিলছে বিজেপির ভরাডুবির ইঙ্গিত৷

রিপাবলিক টিভি ও জন কি বাত সমীক্ষা রিপোর্ট বলছে, আগামী পাঁচ বছরে ফের একবার আম আদমি পার্টির দিল্লির মসনদে বসতে চলেছে৷ তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে আম আদমি পার্টি৷

অন্যদিকে দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির জয়জয়কার হতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে৷ বিজেপির আগের থেকে ফল খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা৷এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আম আদমি পার্টির একাধিপত্য না থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এবিপি নিউজ ও সি ভোটার বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে, দিল্লির বিধানসভায় ফের ফিরতে চলেছে আম আদমি পার্টি৷ ২০১৫ সালের তুলনায় ভালো ফল করার ইঙ্গিত দেওয়া হয়েছে৷ সেই রিপোর্ট আপের হ্যাটট্রিক স্রেফ সময়ের অপেক্ষা৷

ভোটের আগে বিভিন্ন সমীক্ষা রিপোর্ট জানিয়েছিল রাজধানীতে মোদী-শাহ’র মুখ লুকানোর জায়গা থাকবে না৷ দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৫৪-৬০টি আসন পাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ৷ অন্য দিকে, ১০-১৬টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিজেপি৷ যদিও গেরুয়া শিবিরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ওই সব সমীক্ষাই বিভ্রান্তিকর৷ এবার ভোটের পরও একই সমীক্ষা রিপোর্ট ঘিরে তৈরি অস্বস্তি বিজেপি শিবিরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =