কারা পাবেন ভর্তুকিযুক্ত রেশন? কারা পাবেন না, তালিকা ঘোষণা রাজ্যের

কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও প্রকৃত দুস্থ পরিবারগুলির কাছে সঠিক রেশন ব্যবস্থা পৌঁছে দিতে এবার ভর্তুকি যুক্ত রেশন কার্ডের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ এক্ষেত্রে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কারা পাবেন ভর্তুকিযুক্ত রেশন? তার তালিকা ঘোষণা করল রাজ্য সরকার৷ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, ভর্তুকিযুক্ত রেশন কার্ড ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ

কারা পাবেন ভর্তুকিযুক্ত রেশন? কারা পাবেন না, তালিকা ঘোষণা রাজ্যের

কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও প্রকৃত দুস্থ পরিবারগুলির কাছে সঠিক রেশন ব্যবস্থা পৌঁছে দিতে এবার ভর্তুকি যুক্ত রেশন কার্ডের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ এক্ষেত্রে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কারা পাবেন ভর্তুকিযুক্ত রেশন? তার তালিকা ঘোষণা করল রাজ্য সরকার৷

সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, ভর্তুকিযুক্ত রেশন কার্ড ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে৷ আর্থিক দিক থেকে স্বচ্ছল নাগরিকদের এই কার্ড ফেরত দিয়ে ১০নম্বর ফর্ম পূরণ করে ভর্তুকিহীন কার্ড নেওয়ারও অনুরোধ জানিয়েছে খাদ্য দপ্তর৷ এবার এই কাজে দ্রুততা আনতে সরাসরি নির্দেশিকা জারি খাদ্যদপ্তরের৷

ইতিমধ্যেই এই বিধি মেনে অনেকেই কার্ড ফেরত দিতে শুরু করে দিয়েছেন৷ মূলত এই তালিকায় রাখা হয়েছে রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যে পরিচালিত সংস্থার উচ্চপদস্থ এবং সাধারণ কর্মীরা৷ এক্ষেত্রে শহর ও গ্রামীন এলাকার নাগরিকদের আর্থিক পরিস্থিতির বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছে খাদ্য দপ্তর৷ সেই সংক্রান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে৷

কারা পাবেন ভর্তুকিযুক্ত রেশন? কারা পাবেন না, তালিকা ঘোষণা রাজ্যের

বাড়িতে এয়ার কন্ডিশনার, চার চাকার গাড়ি, নেট চালিত কম্পিউটার, ল্যাপটপ থাকলে ভর্তুকি যুক্ত রেশন কার্ড রাখা যাবে না৷ ওয়াশিং মেশিন, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন ও দু’চাকার গাড়ির মধ্যে যেকোনো তিনটি থাকলেও একই নিয়ম কার্যকর হবে৷ খাদ্য দপ্তর আরও জানিয়েছে, ভর্তুকি যুক্ত রেশন কার্ডের সঙ্গে আঁধার কার্ড যুক্ত করার কাজ চলছে৷ এবছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হলে সামনের বছরের শুরুতেই ভর্তুকি যুক্ত রেশন গ্রাহকদের সংখ্যা খতিয়ে দেখা হবে৷

আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করেই দেওয়া হবে ভর্তুকি যুক্ত রেশন কার্ড৷ সম্প্রতি রেশন কার্ডের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এপর্যন্ত প্রায় ১১লক্ষ গ্রাহক ভর্তুকি যুক্ত রেশন কার্ডের আবেদন জানিয়েছেন৷ বিধি মেনেই বাতিল করা হয়েছে বহু আবেদন৷ তবে যারা এই তালিকা থেকে বাদ পড়ছে তাদের জন্য ভর্তুকি হীন রেশন কার্ড পাঠানোর ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + sixteen =