পুনে: ন্যায় প্রকল্পের আর্থিক বোঝা মধ্যবিত্তদের বহন করতে হবে না বলে সাফ জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে এই অর্থের সংস্থান কোথা থেকে হবে, তাও খোলসা করলেন না তিনি।
ছাত্রছাত্রীদের সঙ্গে মতামত বিনিময়ে করতে গিয়ে রাহুল বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা করে ইস্তাহারে ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। মধ্যবিত্তদের উপর কর বসানো হবে না। গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ৭২ হাজার টাকা দেওয়ার জন্য বৃদ্ধি করা হবে না আয়করও।’ দল ক্ষমতায় এলে গরিবদের বছরে ন্যূনতম আয় ৭২ হাজার টাকা করা হবে বলে নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছে কংগ্রেস। খোদ রাহুল গান্ধী এই প্রকল্পকে ‘গরিবির উপর সার্জিকাল স্ট্রাইক’ বলে জানিয়েছেন।
এই ‘ন্যায়’ প্রকল্প নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সমালোচনা শুরু করেছে। নানা মহলের প্রশ্ন একটাই, এই টাকা কোথা থেকে আসবে? বিতর্ক আরও বাড়িয়ে কংগ্রেসের বিদেশ শাখার প্রধান শ্যাম পিত্রোদা হঠাৎ ঘোষণা করেন, মধ্যবিত্তদেরই এই অর্থের একটা অংশ বহন করতে হবে। এরপরেই বিতর্ক শুরু হয়। এমনিতেই আয়কর সহ একাধিক কর কেবল মধ্যবিত্তরাই দিয়ে থাকেন। কেননা মধ্যবিত্তদের একটা বিরাট অংশ মাস-মাইনের কর্মচারী। তাঁদের কর ফাঁকি দেওয়ার সুযোগ প্রায় নেই। তাই ভোটের বাজারে দেশের বিরাট সংখ্যক মধ্যবিত্তকে আর চটাতে চাইছেন না রাহুল। তাই পুরো বিতর্কে ইতি টেনে রাহুল বলেছেন, ‘আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না।’