মোদিকে হটিয়ে কে হবেন দেশর পরবর্তী প্রধানমন্ত্রী? জবাব অখিলেশের

দেওবন্দ: আর মাত্র তিন দিন পর প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে রবিবার বিরোধী জোটের প্রথম সম্মিলিত জনসভা দেখল উত্তরপ্রদেশ। ‘মহাগঠবন্ধনে’র মঞ্চে প্রথম একযোগে দেখা মিলল মায়াবতী, অখিলেশ যাদবের। সঙ্গে অজিত সিং। বিজেপি ও কংগ্রেসকে একযোগে নিশানা বানালেন মায়া ও অখিলেশ। অজিত সিং বললেন, এবার মোদির জবাব দেওয়ার পালা। আর ‘বুয়া-ভাতিজা’কে একমঞ্চে দেখার ঐতিহাসিক মুহূর্তে উচ্ছ্বাসে

মোদিকে হটিয়ে কে হবেন দেশর পরবর্তী প্রধানমন্ত্রী? জবাব অখিলেশের

দেওবন্দ: আর মাত্র তিন দিন পর প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে রবিবার বিরোধী জোটের প্রথম সম্মিলিত জনসভা দেখল উত্তরপ্রদেশ। ‘মহাগঠবন্ধনে’র মঞ্চে প্রথম একযোগে দেখা মিলল মায়াবতী, অখিলেশ যাদবের। সঙ্গে অজিত সিং।

বিজেপি ও কংগ্রেসকে একযোগে নিশানা বানালেন মায়া ও অখিলেশ। অজিত সিং বললেন, এবার মোদির জবাব দেওয়ার পালা। আর ‘বুয়া-ভাতিজা’কে একমঞ্চে দেখার ঐতিহাসিক মুহূর্তে উচ্ছ্বাসে গা ভাসালেন সভায় উপস্থিত সমর্থকেরা। মায়াবতীকে সঙ্গে নিয়ে এদিন ‘চৌকিদার’ হটানোর ডাক দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেই সঙ্গে জানিয়ে দিলেন, লোকসভা ভোটের পর দেশ পাবে নতুন প্রধানমন্ত্রী। কারণ, মহাজোটের হাতেই হবে ‘মহাপরিবর্তন’।

তবে কে থাকবেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে, তা অবশ্য খোলসা করেননি ‘ভাতিজা’ অখিলেশ। তাঁকে পাশে নিয়ে ‘বুয়া’ মায়াবতীর তোপ, বিদ্বেষের রাজনীতি এবারের ভোটে বিজেপির পরাজয় ডেকে আনবে। বিশেষ করে তাদের ‘চৌকিদার’ প্রচার। ছোট-বড় চৌকিদাররা যত খুশি চেষ্টা করুক। কিছুই কাজে আসবে না। বিজেপি হারবে। তোপ দাগতে ছাড়লেন না রাহুল গান্ধীর দলকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =