অধীরের সরে যাওয়া নিশ্চিত, নতুন প্রদেশ সভাপতির দৌড়ে কারা?

অধীর চৌধুরীর সরে যাওয়া একপ্রকার নিশ্চিত (Adhir Chowdhury Replacement) প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর সরে যাওয়া একপ্রকার নিশ্চিত। যে কোনও সময়ে কংগ্রেস হাইকমান্ড…

adhir chowdhury replacement

অধীর চৌধুরীর সরে যাওয়া একপ্রকার নিশ্চিত (Adhir Chowdhury Replacement)

প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর সরে যাওয়া একপ্রকার নিশ্চিত। যে কোনও সময়ে কংগ্রেস হাইকমান্ড নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করে দেবে। সকলেই মনে করেন কংগ্রেসের যে সামান্য হলেও ভোট শতাংশ রাজ্যে রয়েছে, বা কিছু কিছু এলাকায় কংগ্রেস সাধ্যমত লড়াই দিচ্ছে, সেখানে অধীর সরে গেলে সেটুকুও থাকার সম্ভাবনা অত্যন্ত কম।

নতুন প্রদেশ সভাপতি কে? (Next Congress President in Bengal)

এই পরিস্থিতিতে নতুন প্রদেশ সভাপতি হিসেবে একাধিক নাম নিয়ে চর্চা চলছে বিধানভবনে। ইতিমধ্যেই যে চারটি নাম সামনে এসেছে তা হল নেপাল মাহাতো, শুভঙ্কর সরকার, আবদুস সাত্তার ও শঙ্কর মালাকার। যদিও নেপাল এবং শঙ্কর মূলত জেলা কেন্দ্রিক নেতা। কলকাতার সঙ্গে তাঁদের যোগাযোগ কম। এছাড়া রাজ্যজুড়ে তাঁদের সেই পর্যায়ের ক্যারিশ্মা নেই যাতে তাঁরা সর্বস্তরের কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করতে পারেন, এমনটাই মনে করছেন প্রদেশ কংগ্রেসের একাংশ। তবু শত প্রতিকূলতার মধ্যেও শঙ্কর, শুভঙ্কর এবং নেপাল কংগ্রেস ছেড়ে যাননি। অন্যদিকে সিপিএম ছেড়ে কয়েক বছর আগে কংগ্রেসে এসেছিলেন আবদুস সাত্তার।

নেপাল মাহাতো নতুন প্রদেশ সভাপতি? (Congress President West Bengal)

আবদুস ও শুভঙ্কর দু’জনেই মূলত কলকাতা কেন্দ্রিক রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তাঁদের মধ্যে থেকে একজনকে সভাপতি করা হতে পারে বলে একটি সূত্রে জানা যাচ্ছে। এছাড়া তাঁদের বয়স অন্যদের থেকে কম। এমনিতেই রাজ্যে কংগ্রেসের অবস্থা অত্যন্ত করুণ। তাই নতুন করে আর কী খারাপ হবে, এমনটাই ভাবছেন রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে নবীন নেতার উপর ভরসা করতে পারেন কংগ্রেস হাইকমান্ড। উত্তরবঙ্গে আবার শঙ্করের মোটামুটি বলার মতো সংগঠন রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন বিধায়ক থাকার সুবাদে নেপাল মাহাতোর রাজ্য জুড়ে একটা পরিচিতি আছে। সবচেয়ে বড় কথা অধীরের সঙ্গে নেপালের সমীকরণ বেশ ভাল। সব মিলিয়ে এই চারটি নাম নিয়েই মূলত আলোচনা চলছে বলে খবর।

কবে হবে চূড়ান্ত সিদ্ধান্ত? (Congress leadership)

এছাড়া প্রদেশ সভাপতির পাশাপাশি কার্যকরী সভাপতির পদ তৈরি করে কলকাতা তথা লাগোয়া জেলাগুলির দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে বিধানভবনে আলোচনা চলছে, এমনটাই সূত্রের খবর। এদিকে রাজ্য কংগ্রেস নেতৃত্বের একাংশ সাত্তারকে প্রদেশ সভাপতি হিসেবে চাইছেন। কারণ এখনও সংখ্যালঘু সমাজের একটা অংশ কংগ্রেসকে ভোট দিচ্ছেন প্রত্যেকটি নির্বাচনে। সেক্ষেত্রে সাত্তার প্রদেশ সভাপতি হলে সংখ্যালঘু সমাজকে বিশেষ বার্তা দেওয়া যাবে। কিছুদিনের মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর।

আরও পড়ুন-

বাজেটে কল্পতরু হবেন নির্মলা?

পশ্চিমবঙ্গে আবারও ভোট! কোন কোন জেলা হচ্ছে জেনে নিন

কেন এত গুরুত্বপূর্ণ মোদির এই রাশিয়া সফর? জল মাপছে

মশলা থেকে চায়ের গুঁড়ো, রাসায়নিক মেশানো অব্যাহত!

বিজেপির পরবর্তী সভাপতি সুনীল বনশাল? জল্পনা তুঙ্গে

Politics: Get the latest updates on the next Congress president in Bengal. Find out who will replace Adhir Chowdhury.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *