কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? জবাব দিলেন শাহ! নেতাদের গ্রামে রাত কাটানোর নির্দেশ

কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? জবাব দিলেন শাহ! নেতাদের গ্রামে রাত কাটানোর নির্দেশ

কলকাতা: লক্ষ্য বিধানসভা নির্বাচন৷ বাংলা দখলের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির৷ বাংলায় ২০০ আসন নিয়ে ২০২১-এর নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অমিত শাহ৷ কীভাবে বাংলা দখল করা যায়, তারা নিশ্চিত করতে এবার রণকৌশল বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ সল্টলেকে দলের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি৷ বৈঠকে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়েও জবাব দেন৷ নেতাদের দেন বেশকিছু নির্দেশ৷

আজ সাংগঠনিক বৈঠকে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে সাফ জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনই ভাবার কোনও প্রয়োজন নেই৷ বাংলায় সোনার বাংলা গড়ে তোলায় এখন প্রথম এবং প্রধান লক্ষ্য৷ বিজেপি যা প্রতিশ্রুতি দেবে, তারা যাতে অবশ্যই পালন করা হয়, সে বিষয়েও নেতাদের সতর্ক থাকতে বলেছেন অমিত শাহ৷ বুথে বুথে জোরদার কর্মসূচি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি৷

আজ দলের নেতৃত্বকে বার্তা দিয়ে শাহ জানিয়েছেন, মমতা সরকারের বিরোধিতা করে শুধু বিজেপি ক্ষমতায় আসবে, তা নয়৷ মানুষ যাতে গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে ভোট দেয়, সে দিকেও নজর দিতে বলেছেন তিনি৷ শুধুমাত্র মমতা বিরোধিতা নয়, আগামী দিনে বিজেপি কী করবে তার রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে বলে জানিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী কে হবে না হবে তা আপাতত দলের নেতাদের ভাবতে নিষেধ করে গিয়েছেন শাহ৷ কীভাবে দলকে সম্মৃদ্ধ করা যায় তার জন্য যে যে প্রয়োজনীয় কাজ করার প্রয়োজন, তা করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সংগঠনের সাজাতে নির্দেশ দিয়েছেন তিনি৷ বুথস্তরের কর্মীদের সবথেকে বেশি গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন শাহ৷ বুথভিত্তিক সংগঠন বৃদ্ধির নির্দেশও দিয়েছেন৷ বিভিন্ন শ্রেণির মানুষকে দলে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন শাহ৷ ক্লাব-সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শও দিয়েছেন তিনি৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও জানিয়ে গিয়েছেন৷ যারা রাজনীতি বুঝেন, তাঁদের দলে আনার বিষয়ে নির্দেশ দিয়েছেন শাহ৷ গ্রামে গ্রামে গিয়ে বিজেপি নেতাদের রাত্রিবাস করারও নির্দেশ দিয়েছেন৷ আগামী কিছুদিনের মধ্যেই নাগরিকত্ব আইনের পক্ষে প্রচার করতে হবে বলেও দলীয় নেতৃত্ব স্মরণ করিয়ে দিয়েছেন শাহ৷ বিধানসভা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি নিতেও বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fourteen =