বসিরহাটে দাঙ্গা লাগিয়েছিল কারা? বিস্ফোক মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচনের প্রচারে শনিবার, উত্তর ২৪ পরগনা চষে বেড়ালেন তৃণমূল নেত্রী। তীব্র দহনের সঙ্গে পাল্লা দিয়েই প্রচার সভার বক্তৃতায় উত্তাপ ছড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিএসএফের সাহায্য নিয়ে বসিরহাটে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। বহিরাগতদের ঢুকিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। হাড়োয়ার সভায় বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা। তাঁর অভিযোগ, লিঞ্চিং সিন্ডিকেট গড়ে

বসিরহাটে দাঙ্গা লাগিয়েছিল কারা? বিস্ফোক মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচনের প্রচারে শনিবার, উত্তর ২৪ পরগনা চষে বেড়ালেন তৃণমূল নেত্রী। তীব্র দহনের সঙ্গে পাল্লা দিয়েই প্রচার সভার বক্তৃতায় উত্তাপ ছড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিএসএফের সাহায্য নিয়ে বসিরহাটে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। বহিরাগতদের ঢুকিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। হাড়োয়ার সভায় বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা।

তাঁর অভিযোগ, লিঞ্চিং সিন্ডিকেট গড়ে হত্যার রাজনীতি করছে গেরুয়া শিবির। রাজ্যে বহিরাগতরা ঘুরে বেড়াচ্ছে। বাক্স, বাক্স টাকা ঢোকানো হচ্ছে। নাম না করে বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী। মন্ত্রী থেকে নেতা, প্রয়োজনে সকলের গাড়িই তল্লাশির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফনির পর থেকে প্রায় প্রতিটি সভায় নরেন্দ্র মোদি অভিযোগ করেন, ঘূর্ণিঝড় পীড়িতদের সাহায্যার্থে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন ধরেননি। শনিবারের বারবেলায় সেই প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী বলেন, ‘ফনি যেখান দিয়ে বাংলায় ঢোকার কথা ছিল, সেখানে গিয়ে বসেছিলাম। ফণাটা আগে আমার দিকে তুলুক। তারপর ঝাঁপিয়ে পড়ব।’ তিনি অভিযোগ করেন, দুর্যোগ নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *