কে টাকা নেয়? কলকাতায় কাকে দিতে হয়? জিডিকে ধরলেন মমতা!

পূর্ব বর্ধমান: ফের পুলিশকে কাঠ গড়ায় তুলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থকে প্রশ্নের মুখে রেখে মুখ্যমন্ত্রী জানান, ‘‘কেউ কেউ বলছে কলকাতার নেতাকে টাকা পাঠাতে হয়৷ কে নেয় এই টাকা?’’ পুলিশি তোলাবাজির অভিযোগকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ট্রাফিক পুলিশ খুব বেশি টাকা নিচ্ছে৷ আমি শুনেছি আইসিরা সিভিক ভলান্টিয়ার পাঠাচ্ছে টাকা

কে টাকা নেয়? কলকাতায় কাকে দিতে হয়? জিডিকে ধরলেন মমতা!

পূর্ব বর্ধমান: ফের পুলিশকে কাঠ গড়ায় তুলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থকে প্রশ্নের মুখে রেখে মুখ্যমন্ত্রী জানান, ‘‘কেউ কেউ বলছে কলকাতার নেতাকে টাকা পাঠাতে হয়৷ কে নেয় এই টাকা?’’

পুলিশি তোলাবাজির অভিযোগকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ট্রাফিক পুলিশ খুব বেশি টাকা নিচ্ছে৷ আমি শুনেছি আইসিরা সিভিক ভলান্টিয়ার পাঠাচ্ছে টাকা তুলে আনতে৷ তাদের তো কাউন্সিলিং করানো হয় না৷ একটা লোক ৪০০ টাকা নিয়ে রাস্তায় বেরোলে ২৫০ টাকা ট্রাফিকে দিয়ে দিতে হচ্ছে৷ সেফ ড্রাইভ, সেভ লাইফ নামে মোটা মোটা বিল কটা যাবে না৷ আইন না মেনে গাড়ি চালালে আপনারা ধরুন৷ কিন্তু, সেফ ড্রাইভ, সেভ লাইফের নামে এত বেশি টাকা নেওয়া হচ্ছে, এটা একদমই খারাপ৷’’

এর পরই আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য পুলিশের ডিজিকে প্রশ্নের মুখে রেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ আবার কখনও কখনও বলছে, কলকাতার নেতাকে টাকা দিতে হবে৷ সেইজন্য এত মোটা মোটা বিল কাটছে৷ কলকাতার কাকে টাকা দিতে হয়? কলকাতার কোন পুলিশ অফিসার আপনাদের কাছ থেকে টাকা চাই? কখনও নিশ্চয়ই চাই না৷ তুমি কখনও চাও নাকি সুরজিৎ? না আমি জিজ্ঞাসা করছি, তাহলে কলকাতায় কাকে টাকা দিতে হয়৷ আইসিদের মিটিং করে বলে দিন এই সব চলবে না৷’’

বিডিও, আইসিদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা সরকারের মুখ৷ আপনারা খারাপ করলে সরকারের বদনাম হয়৷ এগুলি আপনাদের দেখে রাখা উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =