বিশ্ববাংলা লোগোর মালিক কে? হাইকোর্টের নির্দেশে মুখ পুড়ল মুকুলের

কলকাতা: ধোপে টিকল না বিশ্ববাংলা লোগোর মালিকা সংক্রান্ত মুকুল রায়ের অভিযোগ৷ দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে সেই মামলাই খারিজ করে দিল উচ্চ আদালত৷ মামলার সারবত্তা না থাকার কারণ দেখিয়ে খারিজ হয়েছে মামলা৷ বিশ্ববাংলা লোগোর মালিক কে? রাজ্য সরকার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিলেন তৃৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়৷ পরিস্থিতি এমন

বিশ্ববাংলা লোগোর মালিক কে? হাইকোর্টের নির্দেশে মুখ পুড়ল মুকুলের

কলকাতা: ধোপে টিকল না বিশ্ববাংলা লোগোর মালিকা সংক্রান্ত মুকুল রায়ের অভিযোগ৷ দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে সেই মামলাই খারিজ করে দিল উচ্চ আদালত৷ মামলার সারবত্তা না থাকার কারণ দেখিয়ে খারিজ হয়েছে মামলা৷

বিশ্ববাংলা লোগোর মালিক কে? রাজ্য সরকার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিলেন তৃৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, সেই বিতর্ক গড়ায় আদালতে৷ গত বছর কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলা৷ আজ সেই মামলা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়৷

বিশ্ববাংলার লোগো নিয়ে মামলায় আগেই অস্বস্তিতে পড়েন বিজেপি নেতা মুকুল রায়৷ কেন্দ্রের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়, বিশ্ব বাংলা লোগোর মালিক রাজ্য সরকারেই৷ অথচ বিজেপিতে যোগ দেওয়ার পরে এই বিশ্ব বাংলা লোগো নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তৃণমূলকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন মুকুল৷ কেন্দ্রীয় সরকার রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্ব বাংলা লোগো শুধুমাত্র রাজ্য সরকারেরই৷ ট্রেড মার্ক অথরিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববাংলা লোগোর মালিক পশ্চিমবঙ্গ সরকারেই৷ বছর আগে ধর্মতলায় বিজেপির সভা থেকে মুকুল রায় অভিযোগ করেন, বিশ্ববাংলা লোগোর মালিক অভিষেকের৷ এর পরই বিশ্ববাংলা লোগোর মালিক কে তা জানতে চেয়ে মুকুল রায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন৷ আজ সেই মামলা খারিজ হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *