কার নেতৃত্বে চলল তাণ্ডব? ফাঁস হামলার ছক!

কলকাতা: অমিত শাহের রোড শো চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর৷ তোলপাড় দেশের রাজনীতি৷ কিন্তু, গোটা হামলার পিছনে রয়েছে পূর্ব পরিকল্পনা৷ ফাঁস হামলার ছক! সৌজন্যে বিজেপি নেতার ভিডিও৷ ইতিমধ্যেই একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে৷ সেই ভিডিও-তে বিজেপি নেতার বয়ানেই উঠে এসেছে নেপথ্য কাহিনি৷ সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাকেশ সিং৷ বিজেপি নাম লেখানোর

কার নেতৃত্বে চলল তাণ্ডব? ফাঁস হামলার ছক!

কলকাতা: অমিত শাহের রোড শো চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর৷ তোলপাড় দেশের রাজনীতি৷ কিন্তু, গোটা হামলার পিছনে রয়েছে পূর্ব পরিকল্পনা৷ ফাঁস হামলার ছক! সৌজন্যে বিজেপি নেতার ভিডিও৷ ইতিমধ্যেই একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে৷ সেই ভিডিও-তে বিজেপি নেতার বয়ানেই উঠে এসেছে নেপথ্য কাহিনি৷

সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাকেশ সিং৷ বিজেপি নাম লেখানোর পর এটাই ছিল রাকেশের প্রথম বড় কর্মসূচি৷ কর্মসূচি সফল করতে ‘ফাটাফাটি’ ভিডিও বার্তা দিয়ে বেকায়দায় কলকাতার দোর্দণ্ডপ্রতাপ নেতা রাকেশ সিং৷ ভিডিও বার্তা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ অমিত শাহর রোড শোয়ে ঝামেলা করার জন্যে আগে থেকেই লোক জড়ো করার ছক ফাঁস বিজেপি নেতার৷

সভাপতি অমিত শাহর রোড শোয়ের দিন আট ফুটের লাঠিসোটা হাতে মিছিলে হাজির হওয়ার নির্দেশ দেন রাকেশ সিং তার ‘ফাটাফাটি’ গ্রুপে৷ সোমবার ওই ভিডিও বার্তায় রাকেশ সিং বলছেন, কাল অমিত শাহজির মিছিল। ফাটাফাটি গ্রুপের সকলকে আসতেই হবে। নাহলে এই গ্রুপ তাদের সরিয়ে দেওয়ার কথাও বলা হয়৷ তাঁকে এমন কথাও বলতে শোনা যায়, ঝামেলা তৈরি করতে হলেও তারা করবে৷ সেই কারণেই আটফুটের লাঠি হাতে ফাটাফাটি গ্রুপের সদস্যদের উপস্থিত হতে হবে৷ বিজেপি নেতার এই বার্তা ঘিরে ফের তুঙ্গে রাজ্যরাজনীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =