বিজেপির ‘অপারেশন কলকাতা’র মুখ কে জানেন? তৈরি নয়া ছক!

কলকাতা: একুশের আগে কুড়ি৷ আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন ‘পাখির চোখ’ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের৷ পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আপাতত, ‘মিশন ২০২১’-এর আগে ২০২০ তে ‘অপারেশন কলকাতা’য় বেশি নজর দিয়েছে৷ সম্প্রতি ‘পলিটিকাল স্ট্রাটেজিষ্ট’দের নিয়ে গোপন বৈঠক পার্টির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৪ মাস পুরসভা নির্বাচনেই মনোনিবেশ করবে পার্টি৷ নবান্ন দখলের আগে ছোট লালবাড়িতেই নজর থাকবে গেরুয়া

বিজেপির ‘অপারেশন কলকাতা’র মুখ কে জানেন? তৈরি নয়া ছক!

কলকাতা: একুশের আগে কুড়ি৷ আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন ‘পাখির চোখ’ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের৷ পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আপাতত, ‘মিশন ২০২১’-এর আগে ২০২০ তে ‘অপারেশন কলকাতা’য় বেশি নজর দিয়েছে৷

সম্প্রতি ‘পলিটিকাল স্ট্রাটেজিষ্ট’দের নিয়ে গোপন বৈঠক পার্টির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৪ মাস পুরসভা নির্বাচনেই মনোনিবেশ করবে পার্টি৷ নবান্ন দখলের আগে ছোট লালবাড়িতেই নজর থাকবে গেরুয়া শিবিরের৷

সূত্রের খবর, কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির প্রধানমুখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ই৷ পুরসভার কঠিন লড়াইয়ে ভোটারদের কাছে গেরুয়া শিবিরের একটাই মন্ত্র, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়৷’ প্রচারে যে প্রধানমন্ত্রী আসতে পারেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷ কোনও মেয়র পদ প্রার্থী নয়, মোদীকে সামনে রেখেই এগোতে চায় গেরুয়া শিবির৷

কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১০০ টি ওয়ার্ড টার্গেট করতে চায় বিজেপি৷ ইতিমধ্যে ৭০ ওয়ার্ডে সংগঠন মজবুত করার কাজ শুরু হয়েছে৷ লোকসভা নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়ে কলকাতা এবং লাগোয়া এলাকার ১১টি বিধানসভায় এগিয়ে বিজেপি৷ খাস কলকাতায় রাসবিহারী তে বিজেপি-ই এগিয়ে৷

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ৪২টি কেন্দ্র ভালো করে সমীক্ষা করেই প্রার্থী দিয়েছে বিজেপি৷ যে বিশেষ দল এই সমীক্ষার কাজ করেছে, তারাই কলকাতা পুরসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা বহন করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 4 =