তৃণমূলের বিরুদ্ধে কাকে প্রার্থী করল বামফ্রন্ট? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

কলকাতা: ভোটের বাজারে ৪২ আসনে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ আগেই করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ৮ দিনের মাথায় এবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রান্ট৷ এবার দেখেনিন, কোন কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে কাকে প্রার্থী করল বামফ্রান্ট? বামেদের সম্পূর্ণ ঘোষিত বাম প্রার্থী তালিকা: দার্জিলিংয়ে বাম প্রার্থী সমন পাঠক, ঝাড়গ্রামে বাম প্রার্থী দেবলীনা হেমব্রম,

d58fdecf1ec4b61d911c90948fbbccb5

তৃণমূলের বিরুদ্ধে কাকে প্রার্থী করল বামফ্রন্ট? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

কলকাতা: ভোটের বাজারে ৪২ আসনে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ আগেই করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷  তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ৮ দিনের মাথায় এবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রান্ট৷ এবার দেখেনিন, কোন কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে কাকে প্রার্থী করল বামফ্রান্ট?

বামেদের সম্পূর্ণ ঘোষিত বাম প্রার্থী তালিকা:

  • দার্জিলিংয়ে বাম প্রার্থী সমন পাঠক,
  • ঝাড়গ্রামে বাম প্রার্থী দেবলীনা হেমব্রম,
  • শ্রীরামপুরে বাম প্রার্থী তীর্থঙ্কর রায়,
  • বাঁকুড়ায় বাম প্রার্থী অমিয় পাত্র,
  • উত্তর কলকাতায় বাম প্রার্থী কনীনিকা বোস (ঘোষ),
  • দক্ষিণ কলকাতায় বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়,
  • কোচবিহারে বাম প্রার্থী গোবিন্দ রায়,
  • আলিপুরদুয়ারে বাম প্রার্থী মিলি ওঁরাও,
  • জলপাইগুড়িতে বাম প্রার্থী ভগীরথ রায়,
  • রায়গঞ্জে বাম প্রার্থী মহম্মদ সেলিম,
  • বালুরঘাটে বাম প্রার্থী রমেন বর্মণ,
  • মুর্শিদাবাদে বাম প্রার্থী মহম্মদ বদরুদ্দজা খান,
  • কৃষ্ণনগরে বাম প্রার্থী ডঃ শান্তনু ঝাঁ,
  • রাণাঘাটে বাম প্রার্থী রমা বিশ্বাস,
  • বারাকপুরে বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়,
  • বনগাঁয় বাম প্রার্থী অলোকেশ দাস,
  • দমদমে বাম প্রার্থী নেপাল দে ভট্টাচার্য,
  • বারাসতে বাম প্রার্থী হরিপদ বিশ্বাস,
  • বসিরহাটে বাম প্রার্থী পল্লব সেনগুপ্ত,
  • জয়নগরে বাম প্রার্থী সুভাষ নস্কর,
  • মথুরাপুরে ডঃ শরৎ হালদার,
  • যাদবপুরে বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য,
  • হাওড়ায় বাম প্রার্থী সুমিত্রা অধিকারী,
  • উলুবেড়িয়া বাম প্রার্থী মাকসুদা খাতুন,
  • হুগলিতে বাম প্রার্থী প্রদীপ সাহা,
  • আরামবাগে বাম প্রার্থী শক্তিমোহন মালিক,
  • তমলুকে বাম প্রার্থী শেখ ইব্রাহিম আলি,
  • কাঁথিতে বাম প্রার্থী পরিতোষ পট্টনায়ক,
  • ঘাটালে বাম প্রার্থী তপণ গঙ্গোপাধ্যায়,
  • মেদিনীপুরে বাম প্রার্থী বিপ্লব ভট্ট,
  • পুরুলিয়ায় বাম প্রার্থী বীরসিং মাহাতো,
  • বিষ্ণুপুরে বাম প্রার্থী সুনীল খাঁ,
  • বর্ধমান পূর্বে বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস,
  • বর্ধমান-দুর্গাপুর বাম প্রার্থী আভাস রায়চৌধুরি,
  • আসানসোলে বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়,
  • বোলপুরে বাম প্রার্থী ডঃ রামচন্দ্র ডোম,
  • বীরভূমে বাম প্রার্থী রেজউল করিম৷

এবার দেখেনিন, কার পরিবর্তে কাকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল?

  • কোচবিহার: পরেশচন্দ্র অধিকারী, গতবার ছিলেন: পার্থপ্রতিম রায়
  • আলিপুরদুয়ার: দশরথ তিরকে, গতবার ছিলেন: দশরথ তিরকে
  • জলপাইগুড়ি: বিজয় বর্মন, গতবার ছিলেন বিজয় বর্মন
  • দার্জিলিং: অমর সিং রাই, গতবার ছিলেন বাইচুং ভুটিয়া
  • রায়গঞ্জ: কানহাইয়ালাল আগরওয়াল, গতবার ছিলেন: সত্যরঞ্জন দাশমুন্সি
  • বালুরঘাট: অর্পিতা ঘোষ, গতবার ছিলেন: অর্পিতা ঘোষ
  • মালদহ উত্তর: মৌসম বেনজির নূর, গতবার ছিলেন সৌমিত্র রায়
  • মালদহ দক্ষিণ: মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম হোসেন
  • কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়, গতবার ছিলেন: সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • কলকাতা দক্ষিণ, মালা রায়, গতবার ছিলেন: সুব্রত বক্সি
  • হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • উলুবেড়িয়া: সাজদা আহমেদ, গতবার ছিলেন: সাজদা আহমেদ
  • যাদবপুর: মিমি চক্রবর্তী, গতবার ছিলেন: সুগত বসু
  • দমদম: সৌগত রায়, গতবার ছিলেন: সৌগত রায়
  • বারাকপুর: দীনেশ ত্রিবেদী, গতবার ছিলেন দীনেশ ত্রিবেদী
  • বারাসত: কাকলি ঘোষ দস্তিদার, গতবার ছিলেন কাকলি ঘোষ দস্তিদার
  • বসিরহাট: নুসরত জাহান, গতবার ছিলেন ইদ্রিশ আলি
  • ডায়মন্ডহারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়, গতবার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • জয়নগর: প্রতিমা মণ্ডল, গতবার ছিলেন: প্রতিমা মণ্ডল
  • মথুরাপুর: চৌধুরি মোহন জাটুয়া, গতবার চৌধুরি মোহন জাটুয়া
  • হুগলি: রত্না দে নাগ, গতবার ছিলেন: রত্না দে নাগ
  • শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গতবার ছিলেন: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • বনগাঁ: মমতাবালা ঠাকুর, গতবার ছিলেন: মমতাবালা ঠাকুর
  • মুর্শিদাবাদ: আবু তাহের, গতবার ছিলেন: মহম্মদ আলি
  • জঙ্গিপুর: খলিলুর রহমান, গতবার ছিলেন হাজি নুরুল ইসলাম
  • বহরমপুর: অপূর্ব সরকার, গতবার ছিলেন: ইন্দ্রনীল সেন
  • কৃষ্ণনগর: মহুয়া মৈত্র, গতবার ছিলেন: তাপস পাল
  • রানাঘাট: রূপালী বিশ্বাস, গতবার ছিলেন সৌগত বর্মন
  • আরামবাগ: অপরূপা পোদ্দার, গতবার ছিলেন: অপরূপা পোদ্দার
  • তমলুক: দিব্যেন্দু অধিকারী, গতবার ছিলেন: দিব্যেন্দু অধিকারী
  • কাঁথি: শিশির অধিকারী, গতবার ছিলেন: শিশির অধিকারী
  • ঘাটাল: দীপক অধিকারী (দেব), গতবার ছিলেন: দীপক অধিকারী (দেব)
  • ঝাড়গ্রাম: বীরবাহা সোরেন, গতবার ছিলেন: উমা সোরেন
  • মেদিনীপুর: মানস ভুঁইঞা, গতবার ছিলেন: সন্ধ্যা রায়
  • পুরুলিয়া: মৃগাঙ্ক মাহাত, গতবার ছিলেন: মৃগাঙ্ক মাহাত
  • বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়, গতবার ছিলেন: মুনমুন সেন
  • বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা, গতবার ছিলেন: সৌমিত্র খাঁ
  • বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল, গতবার ছিলেন সুনীল মণ্ডল
  • বর্ধমান-দুর্গাপুর: মমতাজ সঙ্ঘমিত্রা, গতবার ছিলেন: মমতা সঙ্ঘমিত্রা
  • আসানসোল: মুনমুন সেন, গতবার ছিলেন: দোলা সেন
  • বীরভূম: শতাব্দী রায়, গতবার ছিলেন শতাব্দী রায়
  • বোলপুর: অসিত মাল, গতবার ছিলেন অনুপম হাজরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *