মুম্বই: নির্বাচনের আঁচ লেগেছে সারা দেশেই। আর সেই আঁচেই বেশ উত্তপ্ত বলিউডও। বাদ পড়েননি পরিচালক লেখক ও গীতিকার বিশাল ভরদ্বাজও। এই নির্বাচনী পরিবেশে টুইটারে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি পরিচালক বিশাল ভরদ্বাজের একটি টুইট সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।
বিশাল ভরদ্বাজ টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী কে? আমি চিন্তাভাবনা করলাম এবং আমি মনে করে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী গডসেই ছিলেন৷’’ চলচ্চিত্রের পরিচালকের এই উত্তর ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
A friend asked me who was the first terrorist of Independent India? I thought and realised it was GODSE.
— Vishal Bhardwaj (@VishalBhardwaj) April 19, 2019
মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নাম আবার একবার বিতর্কের আবর্তে নিয়ে এসেছেন বিশাল। স্বাভাবিকভাবেই বিতর্কিত এই চরিত্রের নাম নিয়ে টুইটারে বহু ধরনের উত্তর পাওয়া গিয়েছে৷ সাধারণ মানুষও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশাল এর পরেও আরও একটি টুইট করেন৷ সেখানে লেখান, ‘‘আপনি যদি কাউকে তাঁর মতামতের প্রেক্ষিতে হত্যা করে দেন, তাহলে কি আপনার বিরুদ্ধ মতের মানুষদের মধ্যে আপনি আতঙ্ক সৃষ্টি করছেন না? তবে কি আপনিও সন্ত্রাসবাদী নন? যদি তা না হয় তাহলে কী?”