বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীত্বের মুখ কে? থাকবে কোনও বড় চমক?

বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীত্বের মুখ কে? থাকবে কোনও বড় চমক?

a515bc5dcb45096e9fd30d8dcada6997

দেবময় ঘোষ: রাজনীতির আঙিনায় বড় নাম হওয়া চাই। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে কথা। এমন হতেই হবে, তা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সব সময় প্রযোজ্য নয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একটি উদাহরণ হতে পারেন। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে ২০১৬ সালে ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি হন। তবে, বিধানসভা নির্বাচনের প্রচার পর্বেই তিনি নেতা হয়ে ওঠেন। জনপ্রিয়তা পান। ত্রিপুরার রাজনীতিতে এক নতুন তারার জন্ম হয়।

দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান হয় ত্রিপুরার। মানিক সরকারের মত এক বাম মুখ্যমন্ত্রীর প্রস্থান এভাবে হবে তা এককালে দিল্লিতে সিপিএম পার্টির সদর দফতরের বাসিন্দারা চিন্তাই করতে পারতেন না। হয়ত চিন্তা করতে পারত না বিজেপি নেতৃত্ব ও। কিন্তু, ২০১৬ থেকেই ত্রিপুরা অল্পবিস্তর বদলাতে থাকে। বিজেপিও পুরান নীতি বদলে পূর্ব-উত্তর পূর্বের দিকে তাকিয়েছে। কারণ, দেশের এই প্রান্তেই গেরুয়া ঝড়ের আভাস পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে ত্রিপুরার জন্য পার্টির পরিকল্পনা তৈরি ছিলই। বিপ্লব দেব শুধু অনুসারী হয়েছে।

ঠিক একই ভাবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বদল চাইছে বিজেপি। স্বাধীন ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হয়নি। কিন্তু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবস্থান যে ছিল না তা নয়। বলতেই হয়, স্বাধীনতার পর এই প্রথমবার এই রাজ্যে সরকার গঠন করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে প্রায় ২০ হাজার আসন দখল করেছে পার্টি। লোকসভা নির্বাচনে ১৮টি আসন দখল করেছে বিজেপি। রাজ্য সম্পর্কে পার্টির দৃষ্টি ভঙ্গি বদলেছে।

মোদি-শাহ-নাড্ডার আনাগোনা বেড়েছে। সেই দিক থেকে বিচার করতে গেলে মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে কোনও অচেনা মুখ এনে চমক তৈরি করতে চাইবে না বিজেপি। অন্তত স্বাভাবিক দৃষ্টি ভঙ্গি তা-ই বলে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দুই দফায় সভাপতি হয়েছেন। তার মেয়াদ বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে, পার্টি যদি চমক চাইত, তবে তার মেয়াদ বৃদ্ধি হত না। বিজেপির দখলে ৪০ শতাংশ ভোট হয়েছে। আর এই রাজ্যে বিজেপির প্রধান মুখ দিলীপ ঘোষ-ই। ভোটে জিততে পার্টি অন্য কোন মুখের দিকে তাকিয়ে থাকবে, এমন হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচন যদি পার্টি জিততে পারে তবে কোনও নতুন মুখ মুখ্যমন্ত্রী হল, এমন সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *