সৌমিত্র খাঁর জয়ের কাণ্ডারী কে? কীভাবে এল সাফল্য?

বিষ্ণুপুর: ভোটে সৌমিত্র খাঁ জয়লাভ করলেও বিষ্ণুপুরে জয়ের মূল কাণ্ডারী তাঁর স্ত্রী সুজাতাদেবীই। স্বামীর অনুপস্থিতিতে ভোট প্রচারের শুরু থেকেই তাঁর নামে চর্চা শুরু হয়েছিল। ফল ঘোষণার পর বিষ্ণুপুরজুড়ে তা কয়েকগুণ বেড়ে যায়। এখন অনেকেই সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা হওয়াকে শাপে বর বলে মনে করছেন। সৌমিত্রবাবু নিজেও অবশ্য তা স্বীকার করেছেন। তার কারণ সাতটি বিধানসভা কেন্দ্রের

সৌমিত্র খাঁর জয়ের কাণ্ডারী কে? কীভাবে এল সাফল্য?

বিষ্ণুপুর: ভোটে সৌমিত্র খাঁ জয়লাভ করলেও বিষ্ণুপুরে জয়ের মূল কাণ্ডারী তাঁর স্ত্রী সুজাতাদেবীই। স্বামীর অনুপস্থিতিতে ভোট প্রচারের শুরু থেকেই তাঁর নামে চর্চা শুরু হয়েছিল। ফল ঘোষণার পর বিষ্ণুপুরজুড়ে তা কয়েকগুণ বেড়ে যায়। এখন অনেকেই সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা হওয়াকে শাপে বর বলে মনে করছেন।

সৌমিত্রবাবু নিজেও অবশ্য তা স্বীকার করেছেন। তার কারণ সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র খণ্ডঘোষে সৌমিত্রবাবু নিজের সমর্থনে প্রচার করতে পেরেছিলেন। সেখানে তিনি হেরেছেন। বাকি ছ’টি বিধানসভা কেন্দ্রে সুজাতা প্রচার করেছিলেন। তার সব ক’টিতেই জয় এসেছে। তাই এবারের ভোটে মোদি হাওয়ার পাশাপাশি সুজাতার ব্যক্তিগত ক্যারিশ্মা বিজেপিকে বাড়তি সুবিধা এনে দিয়েছে বলে মনে করছেন অনেকে। সৌমিত্রবাবুর জয়ের প্রধান কাণ্ডারী যে সুজাতাদেবীই তা একবাক্যে সকলেই মানছেন।

সৌমিত্র খাঁর জয়ের কাণ্ডারী কে? কীভাবে এল সাফল্য?সুজাতাদেবী বলেন, আমার কষ্ট আর চোখের জলের দাম দিয়েছে বিষ্ণুপুর। তাই আমরা বিষ্ণুপুরের মানুষকে কখনও ভুলব না। সৌমিত্র খাঁ দুর্নীতির বিরুদ্ধে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, আমি তাঁর যোগ্য সহধর্মিনী হয়ে তাতে সঙ্গী হয়েছি। যাঁরা প্রতিনিয়ত সৌমিত্র খাঁকে রাজনৈতিকভাবে না পেরে আইনের আশ্রয় নিয়ে বধ করার চেষ্টা করেছিলেন, তাঁদের যোগ্য জবাব দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 16 =