কারা হিংসা ছড়াচ্ছে বাংলায়? স্বারাষ্টমন্ত্রীকে জবাব পার্থর

কলকাতা: গঙ্গারামপুর থেকে সন্দেশখালি, নির্বাচনের পর রাজ্যে পরিকল্পিতভাবে বাংলায় অশান্তি পাকানোর পিছনে বিজেপি ও আরএসএসকেই দায়ী করলেন তৃণমূল সহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বাংলার অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন তৃণমূলের মহাসচিব৷ বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো পরামর্শ চিঠির ভিত্তিতেই এই চিঠি বলে জানা গিয়েছে৷ তৃণমূলের তরফে জানানো হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের

55baa305e4646dcc39d4e402d214fff2

কারা হিংসা ছড়াচ্ছে বাংলায়? স্বারাষ্টমন্ত্রীকে জবাব পার্থর

কলকাতা: গঙ্গারামপুর থেকে সন্দেশখালি, নির্বাচনের পর রাজ্যে পরিকল্পিতভাবে বাংলায় অশান্তি পাকানোর পিছনে বিজেপি ও আরএসএসকেই দায়ী করলেন তৃণমূল সহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বাংলার অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন তৃণমূলের মহাসচিব৷ বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো পরামর্শ চিঠির ভিত্তিতেই এই চিঠি বলে জানা গিয়েছে৷

তৃণমূলের তরফে জানানো হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে একটা উপসংহারে পৌঁছে গিয়েছে, তাতে তাঁরা উদ্বিগ্ন৷ সত্যাসত্য ও বাস্তব বিবেচনা না করে, রাজ্য সরকারের রিপোর্ট না নিয়েই তারা বলে দিয়েছে, বাংলার আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে৷

পরিসংখ্যান তুলে জানানো হয়েছে, গত ছ’মাস ধরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও আদর্শ আচরণবিধির সুযোগ নিয়ে বিজেপির গুণ্ডারা রাজ্যে অশান্তি ছড়িয়েছে৷ এখন যেহেতু বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি, খুব স্বাভাবিকভাবে তাঁর দল যা বলছে, চোখ বন্ধ করে তা মেনে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক সাংবিধানিক অধিকারের উপর আঘাত হানছে৷

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সন্দেশখালি হত্যাকাণ্ড পরিকল্পিত৷ রাজনৈতিক হিংসা ছড়ানো হয়েছে৷ ঘটনার আগের দিন বিজেপির তিন সাংসদ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাস ছড়ানোর চক্রান্ত করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে৷  ন্যাজাটের হাটগাছিতে তৃণমূলের বৈঠকের সময় বিজেপি প্রথম আক্রমণ করেছে বলেও চিঠিতে জানানো হয়েছে৷ বিজেপির গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন৷ রাজ্য সরকার ঘটনার তদন্ত করছে৷ সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে৷  পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের নাক গলানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে৷ চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার নিয়েও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে একই অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *