কলকাতা: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ‘পরম বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ বুধবার দিল্লিতে দু’জনে বিজেপির সদর দপ্তরে গেরুয়া পতাকা হাতে নিলেন৷ কিন্তু, জানেন কি, বৈশাখী আসলে কে?
জানা গিয়েছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় বর্তমানে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ৷ গত সপ্তাহে এই পদ থেকে তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন৷ এর আগে তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান৷ সেখান থেকে হল অধ্যক্ষ৷ প্রেসিডেন্সি কলেজের ছাত্রী ছিলেন বৈশাখী৷
গত ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি কলেজ থেকে সাসপেন্ড হন তিনি৷ একই সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে গন্ডগোলের জেরে বৈশাখীসহ আরও দুই জনকে সাপপেন্ড করা হয়৷ পরবর্তীতে বৈশাখী বন্দোপাধ্যায় সাসপেনশনের বিরুদ্ধে মামলা করেন৷ পাশে দাঁড়ায় রাজ্য সরকার৷ সেই কথা খোদ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ আদালতের রায় তাঁর পক্ষে যায়৷
শোভনের সঙ্গে তাঁর সম্পর্ক সংবাদ শিরোনামে উঠে আসে৷ সংসার ভাঙেন শোভন চট্টোপাধ্যায়৷ মেয়র পদ থেকে দেন ইস্তফা৷ পরে তিনি দাবি করেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর বন্ধু৷ বিপদে তাঁকে রক্ষা করেছেন৷ নারদার অভিযোগ ওঠার পর বৈশাখীদেবী শোভনকে আইনি পরামর্শ দেন৷ শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানেও সক্রিয় অংশগ্রহণ ছিল এই অধ্যাপিকার৷ বৈশাখী ছিলেন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক৷ পরে ওই কমিটি ভেঙে যাওয়ায় অপসারিত হন বৈশাখী৷ এবার, সরাসরি যুক্ত হলেন বিজেপিতে৷