আগ্রা ও মাহুয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের খরচ যোগাচ্ছে কে? প্রশ্ন তুললেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। সোমবার মনোনয়ন জমা দিলেন ফতেপুর সিক্রির কংগ্রেস প্রার্থী রাজ বব্বর। তাঁর প্রচার র্যা লিতে মোদির প্রচারের বিপুল খরচের হিসেব চাইলেন রাহুল গান্ধী।
কংগ্রেস সভাপতি বলেন, টিভি, সংবাদপত্র সহ প্রতিটি ক্ষেত্রে মোদির প্রচার চলছে। এত টাকা কোথা থেকে আসছে? টিভিতে একটি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন বা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। মোদিকে এত টাকা কে দিচ্ছে? কোনওভাবেই মোদির পকেট থেকে তো আর আসছে না।
আক্রমণের সুর আরও তীব্র করে রাহুল গান্ধী বলেন, দেশের গরিবের টাকা লুট করে পলাতক ব্যবসায়ী নীরব মোদি, মেহুল চোকসি এবং বিজয় মালিয়ার মতো ব্যক্তিদের দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যুবকদের বছরে দুই কোটি চাকরি, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর একটিও তিনি পূরণ করেননি। উল্টে দেশের কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। গরিবের অ্যাকাউন্টে ৭২ হাজার টাকা দিতে আমরা বদ্ধপরিকর।