জয়ের পথে এগিয়ে কারা? কোথায় দাঁড়িয়ে তৃণমূল-বিজেপি৷

কলকাতা: চলছে গণনা৷ প্রায় শেষ পথে অপেক্ষা৷ শেষ খবর খবর, এই মুহূর্তে ২২টি আসনে এগিয়ে তৃণমূল৷ ৪৩.০৭ শতাংশ পেয়ে প্রথম স্থানে শাসক শিবির৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷ ১৯টি কেন্দ্রে এগিয়ে বিজেপি৷ তৃতীয় স্থানে কংগ্রস৷ শেষ বাম৷ এখনও খাতায় খোলেনি বামেরা৷ এবার দেখে নেওয়া যাক, জয়ের পথে এগিয়ে কারা? কোথায় দাঁড়িয়ে তৃণমূল-বিজেপি৷ আরামবাগে তৃণমূল প্রার্থী অপরূপা

4b03d79fc339cf4a82f5b5e7b92e3bda

জয়ের পথে এগিয়ে কারা? কোথায় দাঁড়িয়ে তৃণমূল-বিজেপি৷

কলকাতা: চলছে গণনা৷ প্রায় শেষ পথে অপেক্ষা৷ শেষ খবর খবর, এই মুহূর্তে ২২টি আসনে এগিয়ে তৃণমূল৷  ৪৩.০৭ শতাংশ পেয়ে প্রথম স্থানে শাসক শিবির৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷ ১৯টি কেন্দ্রে এগিয়ে বিজেপি৷ তৃতীয় স্থানে কংগ্রস৷ শেষ বাম৷ এখনও খাতায় খোলেনি বামেরা৷ এবার দেখে নেওয়া যাক,  জয়ের পথে এগিয়ে কারা? কোথায় দাঁড়িয়ে তৃণমূল-বিজেপি৷

আরামবাগে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার ১৪৭৪৯ ভোটে এগিয়ে৷ উঃ কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৬৭২৭০ ভোটে এগিয়ে৷ আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৯০ হাজার ভোটে এগিয়ে৷ বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরী ৫৭৯১৭ ভোটে এগিয়ে৷ জলপাইগুড়ি কেন্দ্রে ৭৩ হাজার ৫৭৬ ভোটে বিজেপি প্রার্থী৷ বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৮৬১৭৬ ভোটে এগিয়ে৷ ভাটপাড়া উপনির্বাচনে ২১৭৩৪ ভোটে মদন মিত্রকে হারালেন বিজেপির পবন সিং৷ দার্জিলিংয়ে ১ লক্ষ ৩০ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী৷ ঘাটাল কেন্দ্রে ৪০ হাজার ভোটে এগিয়ে দেব৷ কৃষ্ণনগরে ৭১৮৮২ ভোটে এগিয়ে তৃণমূল৷ বিষ্ণুপুরে ৫০৫১৭ ভোটে এগিয়ে বিজেপি৷ উলুবেড়িয়ায় ১৬৭৫১ ভোটে এগিয়ে তৃণমূল৷ দশম রাউন্ডের পর বর্ধমান পূর্বে তৃণমূল ৬৬ হাজার ১৯৭ ভোটে ও বর্ধমান দুর্গাপুরে বিজেপি ২৮ হাজার ৮৪০ ভোটে এগিয়ে৷ রানাঘাটে ৯৭৪০০ ভোটে এগিয়ে বিজেপি৷ কলকাতা উত্তরের তূণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪৯ হাজার ৭৭৫ ভোটে এগিয়ে৷ ৩১ হাজার ভোটে এগিয়ে দিলীপ ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *