বিপুল ভোটের ব্যাবধানে জয়ের পথে কারা? দেখুন তৃণমূলের প্রার্থী তালিকা

কলকাতা: চলছে গণনা৷ প্রায় শেষের পথে গণনা৷ ট্রেন্ড বলছে এখনও পর্যন্ত ২২টি আসনে এগিয়ে তৃণমূল৷ বিজেপি এগিয়ে ১৯টি আসনে৷ কংগ্রেস এগিয়ে ১টি আসনে৷ একা লড়েও খাতা খুলতে পারেনি বামেরা৷ জয় তো দূরের কথা, লিট দেওয়া থেকেও বহু যোজন দূরে বামফ্রন্ট৷ এরই মাঝে বাংলার বুকে ১১টি আসনে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থীরা৷ একনজরে সেই তালিকা৷

বিপুল ভোটের ব্যাবধানে জয়ের পথে কারা? দেখুন তৃণমূলের প্রার্থী তালিকা

কলকাতা: চলছে গণনা৷ প্রায় শেষের পথে গণনা৷ ট্রেন্ড বলছে এখনও পর্যন্ত ২২টি আসনে এগিয়ে তৃণমূল৷ বিজেপি এগিয়ে ১৯টি আসনে৷ কংগ্রেস এগিয়ে ১টি আসনে৷ একা লড়েও খাতা খুলতে পারেনি বামেরা৷ জয় তো দূরের কথা, লিট দেওয়া থেকেও বহু যোজন দূরে বামফ্রন্ট৷ এরই মাঝে বাংলার বুকে ১১টি আসনে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থীরা৷ একনজরে সেই তালিকা৷

বসিরহাট কেন্দ্রে নুসরত জাহান ৮৮ হাজার ভোটে এগিয়ে৷ যাদবপুরে মিমি চক্রবর্তী ১ লক্ষ ১ হাজার ভোটে এগিয়ে৷ দক্ষিণ কলকাতায় মালা রায় সাড়ে ৪ লক্ষ ভোটে এগিয়ে৷ এখন পর্যন্ত এটাই সর্বাধিক৷ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে৷ জঙ্গিপুরে খলিলুল রহমন ৮০ হাজার ভোটে এগিয়ে৷ জয়নগরে প্রতিমা মণ্ডল ৮০ হাজার ভোটে এগিয়ে৷ উলুবেরিয়ায় সাজদা আহমেদ ৭০ হাজার ভোটে এগিয়ে৷ মথুরাপুরে চৌধুরী মোহন যাতুয়া ৫৮ হাজার ভোটে এগিয়ে৷ মুর্শিদাবাদে আবু তাহের খান ৬২ হাজার ভোটে এগিয়ে৷ কৃষ্ণনগরে মৌহুয়া মৈত্র ৫০ হাজার ভোটে এগিয়ে৷ বারাসতে কাকলি ঘোষ দস্তিদার ৫০ হাজার ভোটে এগিয়ে৷ নির্বাচন কমিশন সূত্রে এখনও কাউকে জয়ী ঘোষণা করা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =