সেনার পোশাকে দিলীপের পাশে কে? বিস্ফোরক দাবি তৃণমূলের

কলকাতা: নির্বাচনী সভামঞ্চ থেকে আগেই আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর আশঙ্কার কথা৷ কেন্দ্রীয় বাহিনীর পোশাকে বিজেপি লোক ঢোকাচ্ছে বলেও অভিযোগে সরব হন মমতা৷ কেন্দ্রীয় পোশাকে আরএসএসের লোকেরা ভোট করাচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন৷ এবার মুখ্যমন্ত্রীর সেই আশঙ্কাকে আরও তীব্র করল সোস্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি৷ মুখ্যমন্ত্রীর আশঙ্কার পরই সেই বিতর্ক আরও খানিকটা বাড়িয়ে দিলেন

সেনার পোশাকে দিলীপের পাশে কে? বিস্ফোরক দাবি তৃণমূলের

কলকাতা: নির্বাচনী সভামঞ্চ থেকে আগেই আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর আশঙ্কার কথা৷ কেন্দ্রীয় বাহিনীর পোশাকে বিজেপি লোক ঢোকাচ্ছে বলেও অভিযোগে সরব হন মমতা৷ কেন্দ্রীয় পোশাকে  আরএসএসের লোকেরা ভোট করাচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন৷ এবার মুখ্যমন্ত্রীর সেই আশঙ্কাকে আরও তীব্র করল সোস্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি৷

মুখ্যমন্ত্রীর আশঙ্কার পরই সেই বিতর্ক আরও খানিকটা বাড়িয়ে দিলেন তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী৷  মঙ্গলবার দীপ্তাংশু দু’টি ছবি টুইট করেন৷ ওই পোস্টে দেখা যাচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সেনা পোশাকে রয়েছে এক যুবক৷ দীপ্তাাংশু দাবি, সেনা পোশাকে থাকা ওই যুবকের নাম বিবেক সোনকার। তিনি বিজেপি সমর্থক৷ যাঁকে ভোটের দিন দিলীপের সঙ্গেই বিভিন্ন বুথে ঘুরতে দেখা গিয়েছে বলেও দাবি করেন তিনি৷

দীপ্তাংশুর অভিযোগ, এইভাবে নিজেদের সমর্থক ও কর্মীদের সেনা পোশাক পরিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে বিজেপি৷ এমনকী টাকাও ছড়াচ্ছেন তাঁরা। দিলীপ ঘোষের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘আপনার পাশে সিআরপিএফের পোশাকে পরে থাকা এই যুবক বিজেপি সমর্থক নয় তো? ওঁর নাম কি বিবেক সোনকার?’’ অন্য একটি ছবিতে অবশ্য সেনা পোশাকে থাকা ওই যুবককেই সাধারণ পোশাকে থাকা বেশ কয়েকজন যুবকের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে৷ যদিও,  অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =