কালী পুজো কার? তাপস-সব্যসাচী দ্বন্দ্বে উত্তাল তথ্য প্রযুক্তির নগরী

কলকাতা: কালী পুজো কার? সেই নিয়ে এবার শুরু রাজারহাটে বিজেপি বনাম তৃণমূল লড়াই৷ দুর্গাপুজোর পর এবার কালীপুজো নিয়ে দ্বন্দ্ব বাঁধল প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ও ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে৷ দীর্ঘদিন ধরে রাজারহাটে নারায়ণপুরে নওজোয়ান সংঘের কালী পুজো করে আসছেন সব্যসাচী দত্তের অনুগামীরা৷ সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধাননগর পুরনিগমের ওই প্রাক্তন মেয়রের পুজোয় এবার

3 stocks recomended

কলকাতা: কালী পুজো কার? সেই নিয়ে এবার শুরু রাজারহাটে বিজেপি বনাম তৃণমূল লড়াই৷ দুর্গাপুজোর পর এবার কালীপুজো নিয়ে দ্বন্দ্ব বাঁধল প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ও ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে৷

দীর্ঘদিন ধরে রাজারহাটে নারায়ণপুরে নওজোয়ান সংঘের কালী পুজো করে আসছেন সব্যসাচী দত্তের অনুগামীরা৷ সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধাননগর পুরনিগমের ওই প্রাক্তন মেয়রের পুজোয় এবার বিজেপি ঘনিষ্ঠ অনুগামীদের কাজ করতে দেখা যাচ্ছে৷ কিন্তু তাঁদের অভিযোগ, পুজো করতে বাঁধা দেওয়া হচ্ছে৷ ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ৷ পুজো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলেও উঠেছে অভিযোগ৷

নওজোয়ান সংঘের পুজো উদ্যোক্তা অভিষেক অধিকারী জানিয়েছেন, গত সোমবার রাতে পুজোর মণ্ডপ শয্যার জিনিসপত্র নিয়ে আসা সংস্থার কর্মীদের তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুগামীরা তাঁদেরকে হুমকি দেয়৷ ফলে জিনিসপত্র ফেলে প্রাণের ভয়ে পালিয়েছে লোকজন৷ শুধু তাই নয়, তাপস চট্টোপাধ্যায় নেতৃত্বে বেশ কিছুদিন তৃণমূল কর্মী পুজো কমিটি কমিটির কর্তাদের হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ৷

এই বিষয়ে তাপসবাবুর অভিযোগ, ওই ক্লাব পুলিশ সিল করে দিয়েছে৷ দীর্ঘদিন ধরে ওই ক্লাবের ভেতর সমাজবিরোধীরা তাণ্ডব চালায়৷ সব্যসাচী দত্তের মদতে ওখানে সমাজবিরোধী কাজ চলে৷ কালী পুজোর নাম করে জোর করে চাঁদা আদায় করা হয়৷ নিজের পাড়া হলেও তাঁকে কখনও ওই পুজোয় আমন্ত্রণ জানানো হয়নি৷ আর সেই কারণে দুষ্কৃতী দিয়ে মা কালীর পুজো করাতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =