কলকাতা: এনআরএস কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি-সিপিএমের উস্কানি দেখছেন মুখ্যমন্ত্রী৷ ডাক্তাকদের আন্দোলন ও বাংলার পরিস্থিতি নিয়ে মখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘আমি চাইলেও কথা বলেনি জুনিয়র ডাক্তাররা৷ এনআরএসে দু’পক্ষই মারপিট করেছে৷ সিসি ফুটেজ দেখে তদন্ত শুরু হবে৷’’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চারদিন ধরে আবেদন করা হচ্ছে৷ কোনও গ্রাহ্য হচ্ছে না৷ এর মধ্যে বিজেপি ঢুকে হিন্দ-মুসলমান করছে৷ এর মধ্যে সিপিএমের কিছুটা পার্ট আছে৷ আমি স্তম্ভিত, লজ্জিত সিপিএমের বিজেপি প্রেম দেখে৷ আমরা তো অ্যাকশন নিয়েছি৷ তোমরা কেন ইন-অ্যাকশন করছ, রাজনৈতিকগুলি৷ আজ যদি ডাক্তার রোগী দেখার আগে বলে, তোমার পদবী কী? তারপর দেখব, আর যদি দমকল বলে, তোমার পদবী কী, তারপর তোমার বাড়িতে আগুন নেভাতে যাব, আর যদি আর্মি বলে, ভাই তোমার পদবী কী, তারপর তোমাকে সেনায় কাজ করতে দেব, তাহলে দেশটা আর দেশ থাকবে না৷ এই উগ্র, ধর্মীয়, মৌল উন্মাদনা সন্ত্রাসের চিতা জ্বালাচ্ছে কিছু লোকের উস্কানিতে৷’’