ভোটের লড়াইয়ে বিজেপির ‘তুরুপের তাস’ কারা? দেখুন তালিকা

নয়াদিল্লি: নির্বাচন ঘোষণার ১১ দিন পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ আজ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷ এদিন শুরুতেই নরেন্দ্র মোদির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়৷ এবার দেখে নেওয়ার যাক, ১৮২ আসনে বিজেপির তুরুপের তাস৷ ঘোষণা করা হয়েছে,

8b4ae1fbade53bab885ab8d98893456b

ভোটের লড়াইয়ে বিজেপির ‘তুরুপের তাস’ কারা? দেখুন তালিকা

নয়াদিল্লি: নির্বাচন ঘোষণার ১১ দিন পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ আজ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷ এদিন শুরুতেই নরেন্দ্র মোদির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়৷ এবার দেখে নেওয়ার যাক, ১৮২ আসনে বিজেপির তুরুপের তাস৷

ঘোষণা করা হয়েছে, এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে থেকেই লড়াই করবেন নরেন্দ্র মোদি৷ গতবার দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করলেও এবার এখনও পর্যন্ত মোদির নামের পাশে একটি কেন্দ্র যুক্ত করেছে দল৷ দলের সর্বভারতির সভাপতির চেয়ার ছেড়ে আপাপত গান্ধীনগর থেকে লড়বেন মোদির সেনাপতী অমিত শাহ৷ লখনউ আসন থেকে লড়বেন রাজনাথ সিংহ৷ মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন নিতিন গডকরি৷ অরুণাচল পশ্চিমে বিজেপি প্রার্থী হলেন কিরেন রিজিজু। উত্তরপ্রদেশের মথুরায় বিজেপির হয়ে ভোটে লড়বেন হেমা মালিনী৷ আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার ভোটে লড়বেন স্মৃতি ইরানি৷ গতবারও তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে ১ লক্ষ ০৭ হাজার ৯২৩ ভোটে পরাজিত হন৷  গাজিয়াবাদে বিজেপি প্রার্থী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। উন্নাওতে বিজেপি প্রার্থী স্বামী সাক্ষী মহারাজ৷ বেফাঁস মন্তব্য করাটাই যাঁর মূল পেশা হিসাবে মনে করে থাকেন পর্যবেক্ষক মহলের একাং৷

অন্যদিকে, রাজ্যের ২৮ আসনের মধ্যেই রয়েছে বেশ কিছু চমক৷ যেমন, কলকাতা উত্তরে রাহুল সিনসা, কলকাতা দক্ষিণে চন্দ্রকুমার বসু, যাদবপুরে অনুপম হাজরা, ব্যারাকপুরে অর্জুন সিংহ, ঘাটালে ভারতী ঘোষ, মালদা উত্তরে খগেন মুর্মু, কোচবিহারে নীশিথ প্রামাণিক৷ হুগলি থেকে লকেট চ্যাটার্জি৷ বীরভূমে দুধকুমার মণ্ডল৷ আসানসোলে বাবুল সুপ্রিয়৷ দমদমে শমীক ভট্টাচার্য৷ বসিরহাটে সায়ন্তন বসু৷ বিষ্ণুপুরে সৌমিত্র খাঁর নাম নিয়েও বেশ চর্চা শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *