কলকাতা: চলছে গণনা৷ মোটামুটি ট্রেন্ড আসতে শুরু করেছে৷ এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ২৩টি আসনে৷ বিজেপি এগিয়ে ১৮টি আসনে৷ কংগ্রেস এগিয়ে ১টি আসনে৷ এবার দেখে নেওয়া যাক, বাংলার কোন আসনে এগিয়ে কে? কত দাঁড়াল লিড?
কমিশন সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরে ২২০৪৩ ভোটে এগিয়ে তৃণমূল, বহরমপুরে ৩০৭৩৫ ভোটে এগিয়ে কংগ্রেস, বর্ধমান পূর্বে ৪৮১১৪ ভোটে এগিয়ে তৃণমূল, কোচবিহারে ৫২০৬ ভোটে এগিয়ে বিজেপি, উত্তর মালদহে ২১৪৭৪ ভোটে এগিয়ে বিজেপি, বর্ধমান-দুর্গাপুরে বিজেপি ২৩৭৭৩ ভোটে এগিয়ে, বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ৬২৭৭ ভোটে এগিয়ে, দক্ষিণ কলকাতায় ২৯৫৯৫৩ ভোটে এগিয়ে তৃণমূল, বনগাঁয় বিজেপি ২০৬৮৮ ভোটে এগিয়ে, কৃষ্ণনগরে ৫৪০২৩ ভোটে এগিয়ে তৃণমূল, পুরুলিয়ায় ১০১৪৮৯ ভোটে এগিয়ে বিজেপি, আলিপুরদুয়ারে ৭৮১৭৮ ভোটে এগিয়ে বিজেপি, বোলপুরে ৫২৬১৮ ভোটে এগিয়ে তৃণমূল, বারাকপুরে বিজেপি ২৬৯৫ ভোটে এগিয়ে বিজেপি, বসিরহাটে ৮৮৩৯১ ভোটে এগিয়ে তৃণমূল, বোলপুরে ৫২৬১৮ ভোটে এগিয়ে তৃণমূল
বারাসত কেন্দ্রে ৪৮,৯৯৭ ভোটে এগিয়ে তূণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ২৫৭৯৪ ভোটে এগিয়ে, ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম ১৫৩১৭ ভোটে এগিয়ে, জঙ্গিপুরে ৮০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, মুর্শিদাবাদে ৬০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, বহরমপুরে ২৫ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস, কাঁথিতে ৭৭৭ ভোটে এগিয়ে বিজেপি৷