পুরুলিয়া : কে বড় রামভক্ত? ভোটের বাজারে তার প্রমাণ দিতে পুরুলিয়ায় রামনবমীতে বজরং দলের সঙ্গে শোভাযাত্রা করবে শাসক দল তৃণমূলও। তবে রামনবমী উপলক্ষ্য সেই শোভাযাত্রায় তৃণমূলের কোনও ব্যানার থাকবে না। থাকবে না তৃণমূল নামে কোনও লেখাও। তবে রাম বা হনুমান ভক্ত তৃণমূল নেতা কর্মীরাই এই শোভাযাত্রার আয়োজক। যেমনভাবে এই জেলায় তৃণমূল নেতা–কর্মীরাই গেরুয়া ঠেকাতে ‘সঙ্কটমোচন হনুমান দল’ গড়েন। সেই ছকেই এবার সর্বধর্ম সমন্বয়ে রামনবমীতে শহর পুরুলিয়ায় শোভাযাত্রা করছে শাসক দল। তবে এই শোভাযাত্রার জন্য তৃণমূল নেতা–কর্মীরা পৃথক রামনবমী কমিটি গড়েছে, যেখানে শহর পুরুলিয়ার সাধারণ নাগরিক থেকে গুনীজনরাও রয়েছেন।
এই কমিটির একেবারে মাথায় রয়েছেন বজরংদলের প্রাক্তনীরা। যারা এখন তৃণমূলের ছত্রছায়ায় আছেন। তাদের ছবি দিয়েই এই শোভাযাত্রার প্রচার চলছে পুরুলিয়া শহরে। রামনবমীতে শহর পুরুলিয়ায় পিছিয়ে নেই বিশ্ব হিন্দু পরিষদের যুব বাহিনী বজরংদলও। তারাও শোভাযাত্রা করে ভোটের বাজারে লোক টানতে শহর পুরুলিয়ায় প্রচার শুরু করে দিয়েছেন। তবে তারা রামনবমীর আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিলই শোভাযাত্রা করবে। দুটি শোভাযাত্রাই হবে শহর পুরুলিয়ার গোশালা হনুমান মন্দির থেকে।