সব্যসাচীর ফেলে যাওয়া মেয়র পদে কে? তুঙ্গে চর্চা

কলকাতা: দীর্ঘ জল্পনার পর অবশেষে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত৷ পদত্যাগ করে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি৷ আক্রমণের নিশায় ছিল তৃণমূলকে৷ এবার প্রশ্ন হচ্ছে, সব্যসাচীর ফেলে যাওয়া পদে কে বসবেন? তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নয়া জল্পনা৷ তৃণমূল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে বিধাননগের মেয়র পদে বসতে পারেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ তবে,

সব্যসাচীর ফেলে যাওয়া মেয়র পদে কে? তুঙ্গে চর্চা

কলকাতা: দীর্ঘ জল্পনার পর অবশেষে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত৷ পদত্যাগ করে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি৷ আক্রমণের নিশায় ছিল তৃণমূলকে৷ এবার প্রশ্ন হচ্ছে, সব্যসাচীর ফেলে যাওয়া পদে কে বসবেন? তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নয়া জল্পনা৷

তৃণমূল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে বিধাননগের মেয়র পদে বসতে পারেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ তবে, ব্যসাচীর ফেলে যাওয়া পদে সুজিতের নাম নিয়ে আলোচনা চললেও আপাতত ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের উপর রয়েছে গোটা বিধাননগর পুরসভার দায়ভার৷ সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনা থেকে আইনিপ্রক্রিয়া সবটাই করেছেন তিনি৷ তবে, এত প্ররিশ্রমের পরও তাপসকে এড়িয়ে সুজিতের উপর আস্থা রাখতে পারে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =