দমদম: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় ফের একবার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকেলে দমদমে নির্বাচনি জনসভা থেকে মুখ্যমন্ত্রীর সাফ ঘোষণা, গত কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস ছিলই না৷
মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দেন, ‘‘আমার কাছে সমস্ত তথ্য আছে। ভিডিও ফুটেজ আছে৷ কারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে সব পরিষ্কার৷ আর এখন বলছে তৃণমূল করেছে! তৃণমূল কংগ্রেস কোথাও ছিলই না কালকে৷ ওরা মিছিল করলে আমরা ফিরেও তাকাই না৷ আমাদের প্রয়োজন নেই৷’’
বলেন, ‘‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাচ্ছিল৷ সে তো অনেকেই দেখায়৷ আমিও যখন যাদবপুরে গিয়েছিলাম ওখানকার কিছু মাওবাদী ছাত্রছাত্রী বিক্ষোভ দেখিয়েছিল৷ আমি তারপর দাবি মেনে নিয়ে ওদের আন্দোলন প্রত্যাহার করিয়েছিলাম৷’’ অমিত শাহের র্যালিকে বিঁধতে গিয়ে মমতা বলেন, “সব বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে লোক নিয়ে এসেছিল৷ কলকাতায় ওদের লোক নেই৷ তারপর ওই ডিজে বাজিয়ে দুমদুম করতে করতে গুণ্ডামি করেছে। কাউকে হনুমান সাজিয়েছে, কাউকে উচ্ছে সাজিয়েছে, কাউকে পটল সাজিয়েছে, কাউকে বেগুন সাজিয়ে মিছিল করেছে৷’’