কারা ভাঙল লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি? তুঙ্গে চর্চা

চুঁচুড়া: গোষ্ঠী কোন্দলের জেরে ব্যান্ডেলে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর। ছবি তুলতে গিয়ে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ। এদিন হামলার পরই লকেট চট্টোপাধ্যায়ের বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার নেপথ্যে রয়েছে। TMC goons attacked my home in Hooghly today afternoon. They are disturbed with the support for BJP. Nothin can stop me, not

কারা ভাঙল লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি? তুঙ্গে চর্চা

চুঁচুড়া: গোষ্ঠী কোন্দলের জেরে ব্যান্ডেলে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর। ছবি তুলতে গিয়ে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ। এদিন হামলার পরই লকেট চট্টোপাধ্যায়ের বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার নেপথ্যে রয়েছে।

তবে, নেত্রীর তরফে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলা হলেও বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল স্পষ্ট জানালেন, লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে দলের লোকেরাই৷ তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে রাজি হননি স্বপন পাল৷ তিনি বলেন, প্রার্থী একজন বড় শিল্পী৷ তাঁর ডিমান্ডও প্রচুর৷ দলীয় কর্মীরা সবাই চাইছেন যে প্রার্থী তাঁদের এলাকায় গিয়ে প্রচার করুক৷ কিন্তু, এত বড় লোকসভা কেন্দ্রে লকেটদেবীর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না৷ আর সেই কারণেই ক্ষুব্ধ দলীয় কর্মীদের একাংশ তাঁর ঘরে ঢুকে পড়ে৷ ভাঙচুর চালায়৷ এটা কখনই গোষ্ঠীদ্বন্দ্ব নয়৷

কারা ভাঙল লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি? তুঙ্গে চর্চাবাড়িতে ভাঙচুর প্রসঙ্গে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রচারে বেরিয়েছিলাম। এসে দেখি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরাই এসে ভাঙচুর চালিয়েছে। কেন প্রার্থীকে বাড়িতে রাখা হয়েছে, এই রোষেই ভাঙচুর চালিয়েছে ওরা। একটা কথা বারবার বলছি, আমাদের যত ভাঙচুর করো, আমরা কিন্তু লড়বই৷’’ ঘটনার পর পুলিশ অনেক দেরিতে এসেছে বলেও অভিযোগ করেছেন লকেট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 13 =