চৌকিদার কে? রাহুলের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আদালত অবমাননার মামলায় ফের বিপাকে রাহুল গান্ধী৷ সুপ্রিম কোর্টে রাহুলের লিখিত জবাবের ভিত্তিতে বেশ কিছু প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে মামলা শুনানিতে রাহুল গান্ধীর থেকে তাঁর জবাবের ব্যাখ্যা চাওয়া হয়েছে৷ একই সঙ্গে ‘কে চৌকিদার?’ ‘চৌকিদার’ কেন বলা হচ্ছে? কেনই বা ‘চুরি’র প্রসঙ্গ? তা সাফ জানাতে বলা হয়েছে৷

চৌকিদার কে? রাহুলের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আদালত অবমাননার মামলায় ফের বিপাকে রাহুল গান্ধী৷ সুপ্রিম কোর্টে রাহুলের লিখিত জবাবের ভিত্তিতে বেশ কিছু প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে মামলা শুনানিতে রাহুল গান্ধীর থেকে তাঁর জবাবের ব্যাখ্যা চাওয়া হয়েছে৷ একই সঙ্গে ‘কে চৌকিদার?’ ‘চৌকিদার’ কেন বলা হচ্ছে? কেনই বা ‘চুরি’র প্রসঙ্গ? তা সাফ জানাতে বলা হয়েছে৷

প্রধান বিচারপতির রঞ্জন গগৈর বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, তারা রাপাল মামলার পুনর্বিবেচনার মামলার সঙ্গেই রাহুলের মামলাটিও ৩০ এপ্রিল শুনবে। রাহুলের মামলা আবেদনকারী বিজেপি নেত্রী মীনক্ষী লেখির আইনজীবী বলেন, রাহুল চৌকিদার চোর হ্যায় মন্তব্যটি কোর্টের ঘাড়ে চাপানোর পরেও ক্ষমাপ্রার্থনা করেননি। তাঁর দাবি, দুঃখপ্রকাশ করা আইনের চোখে ক্ষমাপ্রার্থনা নয়। রাহুলের আইনজীবী জবাবে বলেন, নির্বাচনী প্রচারের উত্তেজনায় রাহুল একথা বলেছেন। এটা একটা রজনৈতিক স্লোগান। নরেন্দ্র মোদিও সু্প্রিম কোর্টের রায়কে ভুল ব্যাখ্যা করে বলেছিলেন, তিনি রাফাল দুর্নীতির মামলায় ক্লিনচিট পেয়েছেন।

রাফাল মামলায় ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যে আদালত অবমাননার মামলার দায়ে সোমবার সুপ্রিম কোর্টে লিখিত জবাব দিয়েছেন রাহুল গান্ধী৷ সেখানে দুঃখও প্রকাশ করেছেন তিনি৷ আদলতে রাহুলগান্ধী জানিয়েছেন, ‘‘ভেবেচিন্তে নয়। রাজনৈতিক প্রচারে উত্তেজনার বশে বলে ফেলেছিলাম। সুপ্রিম কোর্টকে কোনওভাবেই রাজনীতির মধ্যে আনতে চাই না৷’’ এই ঘটনায় তিনি মর্মাহত বলেও জানান কংগ্রেস সভাপতি৷ বলেন, ‘‘এরপরেও ন্যায়বিচারের স্বার্থে আদালত যা রায় দেবে, মাথা পেতে নেব।’’ আজ রাহুলের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখে রাহুলকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট৷

ওই হলফনামায় রাফাল মামলায় সুপ্রিম কোর্ট রেহাই দিয়েছে মন্তব্য করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অরুণ জেটলি, রাজনাথ সিং, সুষমা স্বরাজ ও অমিত শাহ কবে কোথায় কী বলেছেন, তার একটি তালিকা জুড়ে দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কংগ্রেস সভাপতি বলেছেন, ‘আবেদনকারী (বিজেপি এমপি মীনাক্ষি লেখি) ব্যক্তিগত লাভ আর রাজনৈতিক মাইলেজ পাওয়ার লক্ষ্যেই এই মামলায় আদালতকে টেনে এনে অহেতুক বিতর্ক তৈরি করতে চেয়েছেন। তাই এই মামলা কেবল খারিজই নয়, আবেদনকারীকে আর্থিক জরিমানা করা হোক৷

রাফাল যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কংগ্রেস সভাপতির মন্তব্যে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত ব্যাখ্যা দিতে বলে৷ একটি জনসভায় রাহুল বলেন, ‘‘আমি প্রথম থেকেই বলছি, এবার সুপ্রিম কোর্টও মেনে নিল যে চৌকিদার নরেন্দ্র মোদী চোর হ্যায়৷’’ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন বিজেপি নেত্রী মিনাক্ষী লেখি৷ দায়ের হয় মামলা৷ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, তারা কোথাও এমন কথা বলেনি, ‘চৌকিদার নরেন্দ্র মোদি চোর হ্যায়৷’ সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ক্ষমা চান রাহুল৷ আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seven =