পাটনা: ভোটের ময়দানে তিনিই এখন রিয়েল হিরো৷ তুলেছেন প্রচারে ঝড়৷ সোশ্যাল দুনিয়া থেকে পেয়েছেন সমর্থনের বন্যা৷ জনতার থেকে টাকা সংগ্রহ করে নেমেছেন ভোটের ময়দানে৷ হয়েছে বিপুল সাহায্য৷ সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ প্রচারে বেরিয়ে সেই ‘আজাদি’র বিড়ম্বনায় পড়লেন বেগুসরাইয়ের বামপ্রার্থী কানাইয়া কুমার স্বয়ং৷ নিজের কেন্দ্রেই এবার বিক্ষোভের মুখে পড়তে হল কানাইকে৷
Blackflag shown to #Kanhaiyakumar in Begusarai and people also shouted DESHDROHI wapis jao during Kanhaiya Kumar’s road show. pic.twitter.com/DCQq7r7fVN
— Raajeev Chopra (@Raajeev_romi) April 3, 2019
জানা গিয়েছে, বেগুসরাইয়ের এক গ্রামে গাড়িতে প্রচার করার সময় গ্রামবাসীদের সম্মিলিত প্রশ্ন ধেঁয়ে এল তাঁর দিকে। প্রশ্ন এল, ‘‘কোন আজাদি চাই আপনার?’’ কিছুটা ঘাবড়ে গিয়ে কানাইয়া পালটা প্রশ্ন করেন, ‘‘আপনার কি বিজেপির?’’ উত্তর আসে, ‘‘আমরা নোটা। কিন্তু উত্তর দিয়ে যান কেমন আজাদি আপনি চান।’’ দেখানো হয় কালো পতাকা৷ পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার আগে এলাকা ছাড়েন কানাইয়া৷
২০১৬ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ‘কশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগানের রাতারাতি শিরোনামে উঠে আসেন কানাইয়া৷ উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ এবার নিজের ‘আজাদি’ নিয়েই বিড়ম্বনায় পড়লেন বাম প্রার্থী৷