কোথায় দিতে হবে ভোট? বুথে ঢুকে নির্দেশ তৃণমূল বুথ সভাপতির

বারুইপুর: চলছে ভোট৷ চলছে ভোট লুটের কারবার৷ তবে, কাউকে মারধর করে নয়, বরং বুথের মধ্যে ঢুকে দিয়ে কোথায় ভোট দিতে হবে, ভোটারদের নির্দেশ তৃণমূলের বুথ সভাপতির৷ সব দেখেও চুপ পোলিং অফিসার৷ বুথে ঢোকার অনুমতি না থাকায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলল অবাধ ছাপ্পা৷ বারুইপুরের ২৫১ নম্বর বুথের ঘটনা৷ অভিযুক্ত বুথ সভাপতি আজিজুল রহমান দাবি, তিনি কাউকে

কোথায় দিতে হবে ভোট? বুথে ঢুকে নির্দেশ তৃণমূল বুথ সভাপতির

বারুইপুর: চলছে ভোট৷ চলছে ভোট লুটের কারবার৷ তবে, কাউকে মারধর করে নয়, বরং বুথের মধ্যে ঢুকে দিয়ে কোথায় ভোট দিতে হবে, ভোটারদের নির্দেশ তৃণমূলের বুথ সভাপতির৷ সব দেখেও চুপ পোলিং অফিসার৷ বুথে ঢোকার অনুমতি না থাকায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলল অবাধ ছাপ্পা৷ বারুইপুরের ২৫১ নম্বর বুথের ঘটনা৷

অভিযুক্ত বুথ সভাপতি আজিজুল রহমান দাবি, তিনি কাউকে কোনও নির্দেশ দেননি৷ শুধু ভোটারদের সাহায্য করেছেন৷ তাঁরা কাছে এসে ভোটাররা জিজ্ঞাস করছেন, কীভাবে ভোট দিতে হবে৷ আর তাই তিনি উপযাচকের ভূমিকা নিয়ে ভোটারের হয়ে ইভিএমের বোতাম টিপে দেচ্ছিন৷

এই ঘটনার প্রকাশ্যে আসছে পোলিং অফিসার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন আমজনতা৷ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি তুলেছেন ওই বুথের ভোটাররা৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন৷ তবে, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়নি কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *