কালো টাকা কোথায়? কীভাবে হচ্ছে ব্যবহার? জানালেন মমতা

কলকাতা: নির্বাচনে কালো টাকা খরচ হচ্ছে। নোট বাতিল নিয়ে আক্রমণ করতে গিয়ে বিজেপির বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নাম পরিবর্তনে টালবাহান থেকে মোদি সরকারের কেলেঙ্কারি। দিনভর প্রচারে মোদি ও বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী। মোদিবাবু ১৫ লক্ষ টাকা করে পকেটমানি দিয়েছেন? জনতার উদ্দেশে প্রশ্ন করে নিজেই দাবি করেছেন, উল্টে পকেট কেটে নিয়েছেন।

db1107d8ab2d3c8f65e8efcc541efd08

কালো টাকা কোথায়? কীভাবে হচ্ছে ব্যবহার? জানালেন মমতা

কলকাতা: নির্বাচনে কালো টাকা খরচ হচ্ছে। নোট বাতিল নিয়ে আক্রমণ করতে গিয়ে বিজেপির বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নাম পরিবর্তনে টালবাহান থেকে মোদি সরকারের কেলেঙ্কারি। দিনভর প্রচারে মোদি ও বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী। মোদিবাবু ১৫ লক্ষ টাকা করে পকেটমানি দিয়েছেন? জনতার উদ্দেশে প্রশ্ন করে নিজেই দাবি করেছেন, উল্টে পকেট কেটে নিয়েছেন।

বুধবার শ্রীরামপুর মাহেশ স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় এভাবেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আসলে কালো টাকা নির্বাচনে খরচ হচ্ছে। আরএসএস টাকার প্যারেড করছে। মমতার অভিযোগ, লুঠের টাকাই ফেরানো হচ্ছে। রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদি, অমিত শাহেরা সারদা-নারদ কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছেন। এরই পালটা হিসেবে বিজেপিকে নিশানা করে একাধিক কেলেঙ্কারির অভিযোগ তোলেন মমতা। কেন্দ্রে নতুন সরকার জনধন, ৫৯ সেকেন্ডে ক্ষুদ্র শিল্পের লাইসেন্স থেকে পেটিএম সব কেলেঙ্কারির তদন্ত করা হবে বলে তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিলেন। রাফাল প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

কার্যত মোদিকে চ্যালেঞ্জ করে মমতার দাবি কেন্দ্রে বর্তমানের বিরোধীরাই সরকার গঠন করবে। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভাতে মমতা বলেন, অন্য সময় দেখা পাওয়া যায় না। এখন বাংলায় উঁকি মারছেন। নরেন্দ্র মোদি-অমিত শাহদের বিরুদ্ধে বাংলার প্রতি বিদ্বেষের অভিযোগও করেছেন। মমতার দাবি, বাংলার নাম পরিবর্তনের আবেদনও দু’বছর ধরে ফেলে রেখেছে। বিজেপি বাংলার ভালো চায় না বলে অভিযোগ মমতার। বাংলার কৃষ্টি, সংস্কৃতির উল্লেখ করেও মোদি-শাহকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণনগর থেকে মমতা পৌঁছন বর্ধমান শহরে। সেখানে পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। বর্ধমান-দুর্গাপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচারেই এই পদযাত্রা। বর্ধমান শহরের স্পন্দন মাঠ থেকে পুলিস লাইন পর্যন্ত প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে প্রচার সারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *