সারদার লাল ডায়েরি ও পেনড্রাইভ কোথায়? ফের রাজীবকে জেরা

কলকাতা: সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর এই প্রথম আট ট্রাঙ্ক ভর্তি নথি সিবিআইয়ের দপ্তরে জমা করেছে বিধাননগর দক্ষিণ থানা৷ সারদার তদন্তের ক্ষেত্রে এই নথিগুলি গুরুত্বপূর্ণ৷ নথি জমা হলেও এখনও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসেনি সারদার বিতর্কিত ‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভ’৷ এবার সেই ‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভে’র সন্ধান শুরু করল সিবিআই৷ আজ, রাজীব কুমারকে ডেকে প্রায় ৪ ঘণ্টা

সারদার লাল ডায়েরি ও পেনড্রাইভ কোথায়? ফের রাজীবকে জেরা

কলকাতা: সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর এই প্রথম আট ট্রাঙ্ক ভর্তি নথি সিবিআইয়ের দপ্তরে জমা করেছে বিধাননগর দক্ষিণ থানা৷ সারদার তদন্তের ক্ষেত্রে এই নথিগুলি গুরুত্বপূর্ণ৷ নথি জমা হলেও এখনও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসেনি সারদার বিতর্কিত ‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভ’৷ এবার সেই ‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভে’র সন্ধান শুরু করল সিবিআই৷ আজ, রাজীব কুমারকে ডেকে প্রায় ৪ ঘণ্টা দুই দফায় জেরা করে সিবিআই৷ এই প্রথম আজ সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের জেরার মুখোমুখি হন রাজীব কুমার৷

সিবিআই সূত্রের খবর, সারদা তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির খোঁজ নিতে আজ রাজীব কুমারের জেরা হয়৷ এমনকী, প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে জেরা করা বেশ কিছু তথ্যও যাচাই করা হয়৷ সূত্রের খবর, শিলংয়ে প্রায় ৪০ ঘণ্টা রাজীব কুমারকে জেরা করেও সারদা কাণ্ডে তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এদিনও সেই একই বিষয় টেনে আনা হয় বলে খবর৷ তদন্তের প্রয়োজনে ফের তাঁকে তলব করা হতে পারে বলে খবর৷

গত ৩০ মে আট ঘণ্টা ধরে রাজীব ঘনিষ্ঠ আইপিএস অফিসার অর্ণব ঘোষকে জেরা করে সিবিআই৷ অর্ণবকে দফায় দফায় জেরা শুরু করে সিবিআইয়ের প্রশ্নে দাপুটে আধিকারিকরা৷ জেরা পর্ব শুরু হতেই দু’টি ট্রাঙ্ক সিবিআই দপ্তরে চলে আসে৷ ওই ট্রাঙ্কে রয়েছে সারদকাণ্ডের তদন্ত সংক্রান্ত সমস্ত নথি৷ কিন্তু, এতদিন পর কেন সিবিআইকে এই তথ্য দেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্নের মুখোমুখি অর্ণব৷

সিবিআই সূত্রে খবর, বুধবার জেরায় সিটের তদন্ত নিয়ে ঊর্ধ্বতন কর্তাদের দিকেই দিকেই আঙুল তুলেছেন রাজীব ঘনিষ্ঠ আইপিএস অফিসার অর্ণব ঘোষ৷ তাঁর যুক্তি, তিনি একা কোনও সিদ্ধান্ত নেননি৷ এদিন তিনি ঘুরিয়ে ইঙ্গিত দিয়েছেন সিটের নিয়ন্ত্রক এক আইপিএস অফিসারের দিকে৷ বুধবার অর্ণব ঘোষকে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ ওই জেরায় তদন্তকারীরা বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =