কলকাতা: ‘নিখোঁজ’ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার৷ সিবিআই তাঁকে যোগাযোগ করতে পারছে না বলে সূত্রের খবর৷ রাজীবের সন্ধান পেতে ইতিমধ্যেই প্রশানের শীর্ষ মহলেও চিঠি চালাচালি করেছে সিবিআই৷ এবার সিবিআইয়ের সেই চিঠির ভিত্তিতে উত্তর পাঠাল রাজ্য৷
নবান্ন সূত্রে খবর, বর্তমানে রাজীব কুমারের অবস্থান জানিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি৷ সিবিআইকে পাঠানো জবাবে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন রাজীব কুমার৷ ৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন৷ ফলে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না৷ ইতিমধ্যেই রাজীব কুমারের ‘নিখোঁজ’ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা৷
সিবিআই-রাজীব টানাটানির মাঝে রাজীবকে বিঁধে মমতাকে আক্রমণ শানিয়েন বিজেপি নেতা মুকুল রায়৷ সোমবার তিনি জানিয়েছেন, রাজীব কুমার এই রাজ্যে রয়েছেন! মুকুলের যুক্তি, রাজীব কুমার রাজ্যের বাইরে গেলে তাঁর জন্য রাজ্য সরকারের থেকে অনুমতি নিতে হত৷ কিন্তু, রাজীব কুমার রাজ্য ছাড়া নিয়ে রাজ্য সরকার এই বিষয়ে এখনও কিছু জানাননি বলেও মন্তব্য করেছেন মুকুল রায়৷
প্রাক্তন পুলিশ কর্তারকে তীব্র আক্রমণ করে মুকুল রায় জানিয়েছেন, বেশিদিন আত্মগোপন করে থাকতে পারবেন না রাজীব কুমার৷ কখনও কখনও কিছু বড়বড় অভিযুক্তদের ধরতে গোয়েন্দাদের একটু সময় লাগে৷ রাজীব কুমারের ক্ষেত্রে একটু সময় লাগছে বলেও জানান বিজেপি নেতা মুকুল রায়৷ রাজীব কুমারের সব পদক্ষেপ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেও জানিয়েছেন মুকুল রায়৷ রাজীব কুমারের উপর নজরদারি চালানোর জন্য এদিন তৃণমূল সুপ্রিমো কেউ সিবিআই নজর রাখুক বলেও পরামর্শ দিয়েছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়৷