কলকাতা: ছয় ট্রাঙ্গ নথি মেলার পর এবার সিবিআইয়ের নজরে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে থাকা সিসিটিভির ফুটেজের হার্ড ডিস্ক৷ সুদীপ্ত সেন দেবযানী মুখোপাধ্যায়-সহ সারদা কর্তাদের মোবাইলের কল ডিটেলস ও পেন ড্রাইভের খোঁজ শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের৷
সিবিআইয়ের কর্তারা মনে করছেন, এগুলির খোঁজ পেলেই সাফ হয়ে যাবে গোটা প্রক্রিয়া৷ আর এই সমস্ত তথ্যপ্রমাণের সন্ধানে হন্যে হয়ে খুঁজ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা৷ সূত্রের খবর, এই সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে সিবিআইয়ের জেরার মুখে পড়া সিটের দুই অফিসার কিছু ক্লু দিয়েছেন৷ প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষও নাকি এবিষয়ে কিছু তথ্য দিয়েছেন৷ যা তদন্ত প্রক্রিয়াকে বেশ খানিকটা চাাঙ্গা করে দিয়েছে৷ তবে, দেরিতে হলেও তদন্তকারী সংস্থার সঙ্গে অর্ণবাবু সহযোগিতা করেছেন বলে সিবিআই সূত্রে খবর৷
কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে সারদার উধাও হয়ে যাওয়া নথি নিয়ে রীতিমতো তেড়েফুঁড়ে নেমেছেন সিবিআই৷ এই নিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে অভিযোগ তুলে আসছে সিবিআই৷ অভিযোগ, এই সংক্রান্ত নথি একাধিকবার চাওয়ার হলেও তা দেওয়া হয়নি৷ জমা পড়েনি মোবাইলের কল ডিটেলস৷ বিষয়টি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে সিবিআই৷ নথি লোপাটের সরাসরি অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে৷ সূত্রের খবর, জেরায় পাওয়া ক্লুর ভিত্তিতে এবার অভিযানে নামবে সিবিআই৷