কলকাতা: দলের জেলার নেতাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক থেকে পুরনো নেতাদের দলে ফেরাতে নয়া নির্দেশ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ হুগলি জেলা তৃণমূল স্তরের নেতাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে দলের পুরনো কর্মীদের উস্থিতি হার কম থকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন নেত্রী৷
জেলার সাংসদ, বিধায়ক, সভাধিপতি সহ পঞ্চায়েতের তিনস্তরের নির্বাচিত প্রতিনিধি, পুর প্রতিনিধি ও ব্লক পর্যায়ের নেতৃত্বকে তৃণমূল ভবনে ডেকে কড়া ভাষায় ধমক দেন মমতা৷ জেলার তিনটি আসনের মধ্যে হুগলি হাতছাড়া তৃণমূলের৷ আরামবাগ কোনও মতে জিতেছে তৃণমূল৷ এই পরিস্থিতিতে এলাকার বিধায়ক ও যুব নেতাদের সতর্ক করেন নেত্রী৷ দলের অন্দরে চোরাস্রোত তৈরি হয়েছে বলেও খবর পেয়েছেন তিনি৷ দোলাচালে থাকা নেতা-কর্মীদের মমতার স্পষ্ট বার্তা, দরজা খোলা আছে৷ যারা যেতে চান চলে যেতে পারেন৷
উন্নয়ন হওয়ার পরও ভোটে তার প্রতিফলন না ঘটার নেপথ্যে দলের একাংশের আর্থিক দুর্নীতিকেও দায়ী করে কড়া ভাষায় ধমক দেন মমতা৷ সবক শেখাতে প্রয়োজনে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দিয়ে রাখেন তিনি৷ ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেন, ব্লকে ব্লকে সভা করে দলের পুরনো বসে যাওয়া কর্মীদের ফিরিয়ে আনতে৷