ভোটের আগে টাকা দিতে দেখলেই ছবি তুলে রাখুন, নির্দেশ মমতার

কান্দি: মুর্শিদাবাদে দাঁড়িয়ে ফের কংগ্রেসের সঙ্গে আরএসএসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কান্দির সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, তিনি আরএসএসের মতাদর্শকে বিশ্বাস করেন৷ আরএসএসের সঙ্গে কংগ্রেসের গোপান আঁতাতেরও অভিযোগ তুলে ভোটের আগে টাকা ছড়ানোর হুঁশিয়ারি দেন তিনি৷ মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেন, টাকা দিতে দেখলেই ছবি তুলে রাখুন৷ তারপর পুলিশে

ভোটের আগে টাকা দিতে দেখলেই ছবি তুলে রাখুন, নির্দেশ মমতার

কান্দি: মুর্শিদাবাদে দাঁড়িয়ে ফের কংগ্রেসের সঙ্গে আরএসএসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কান্দির সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, তিনি আরএসএসের মতাদর্শকে বিশ্বাস করেন৷ আরএসএসের সঙ্গে কংগ্রেসের গোপান আঁতাতেরও অভিযোগ তুলে ভোটের আগে টাকা ছড়ানোর হুঁশিয়ারি দেন তিনি৷ মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেন, টাকা দিতে দেখলেই ছবি তুলে রাখুন৷ তারপর পুলিশে খবর দিন৷’’

এদিন মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন বলেন, এতদিন ওরা হাফ প্যান্ট পরত৷ আর এখন ভোটের আগে টাকার থলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে৷ ভোটের আগে কেউ যদি টাকা ছড়িয়ে ভোট করানোর চেষ্টা করে, তহলে ছবি তুলে পুলিশকে খবর দেওয়ারও পরামর্শ দেন তিনি৷

এদিন কান্দি ও জঙ্গিপুরে জোড়া সভা করেন মমতা৷ দু’টি সভা থেকেই আরএসএসের সঙ্গে কংগ্রেসের গোপান আঁতাত নিয়ে সুর চড়ান৷ বলেন, একসময় সিপিআইএমের কাছে বিক্রি হয়ে গিয়েছিল কংগ্রেস৷ তাই ১৯৯৮-এ কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি৷ এখন আবার বিজেপি-কংগ্রেস একসঙ্গে কাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =