পাটনা: স্বামী অভিনয় ফেলে বিজেপির অন্দরমহল ঘুরে কংগ্রেসের নাম লিখিয়েছেন৷ ভোটের মুখে স্ত্রী নাম লিখিয়েছেন সমাজবাদী পার্টিতে৷ দলদল করে দু’জনেই এবার লোকসভার টিকিট পেয়েছেন৷ লড়াছেন দিল্লি যাত্রার লড়াই৷ আর এই লড়াইয়ে মনোনয়ন জমা দিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহা৷ সিনহা দম্পত্তির সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য৷ হিসাব করলে দেখা যাবে, স্বামী-স্ত্রীর মোট সম্পত্তি ‘মাত্র’ ৩০৫কোটি টাকা৷
পাটনা সাহিবের কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন শত্রুঘ্ন সিনহা৷ হলফনামায় জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ৷ সেখানে দেখা দিয়েছে শত্রুঘ্ন সিনহার এই মুহূর্তে ১১২ কোটি ২২ লক্ষ টাকা মালিক৷ শত্রুঘ্নের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৬০ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি ১০৩ কোটি ৬১ লক্ষ টাকা৷ হাতে ৪ লক্ষ ৫৮ হাজার ২৩২ টাকা নগদ রয়েছে। ব্যাংকে ২ কোটি ৭৪ লক্ষ টাকা ফিক্সড করে রেখেছেন। শেয়ার, বন্ড ও মিউচ্যুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ ২৯ লক্ষ ১০ হাজার টাকা। সোনা, রুপো ও নানাবিধ পাথর মিলিয়ে তাঁর সম্পত্তি ১ কোটি ৩ লক্ষ টাকা। শত্রুঘ্নের একটি অ্যাম্বাসাডর, দু’টি ক্যামরি ও একটি করে ফরচুনার, ইনোভা, সিয়াজ ও স্করপিও রয়েছে। সবমিলিয়ে তাঁর গাড়ির মূল্য ১৪ লক্ষ ৮০ হাজার টাকা।
স্ত্রী তথা লখনউয়ের সমাজবাদী পার্টির প্রার্থী পুনম সিনহা হলফনামায় জানিয়েছেন, ২০১৮-১৯ বছরে সেই আয় বেড়ে হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ৩৮৮ টাকা। বস্তুত পঞ্চম দফার নির্বাচনে যতজন প্রার্থী রয়েছেন, তার মধ্যে সবচেয়ে ধনী হলেন পুনমই। হলফনামা অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ ১৯৩ কোটি টাকা। হলফনামায় বলা হয়েছে, তাঁর অস্থাবর সম্পত্তি ১৮ কোটি ৬৭ লক্ষ এবং স্থাবর সম্পত্তি ৬২ কোটি ৬৫ লক্ষ টাকা। তাঁর ১ কোটি ১৫ লক্ষ টাকার গয়না রয়েছে। স্বামী-স্ত্রী কেউই ব্যাংকে বা কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি। তবে দু’জনেই অভিনেত্রী কন্যা সোনাক্ষির কাছ থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়েছেন। পুনমের একটি ৪৮ লক্ষ ২০ হাজার টাকা দামের মার্সিডিজ গাড়ি রয়েছে।