ভারতে বোরখা নিষিদ্ধ হবে কবে? মোদিকে প্রশ্ন সেনার

নয়াদিল্লি: ভারতেও হোক বোরখা নিষিদ্ধ৷ ভোটের বাজারে নয়া দাবি জানিয়ে খোদ প্রধানমন্ত্রীর দ্বারস্থ অভিমানি শিবসেনা৷ সেনার দাবি, প্রতিবেশী বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে বোরখা৷ প্রতিবেশী দেশ যদি এই সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কেন ভারত পদক্ষেপ নেবে না৷ শিবসেনার মুখপত্র সামনায় লেখা হয়েছে, রারণের লঙ্কায় বোরখা নিষিদ্ধ হয়েছে। এখন রামের অযোধ্যায় তা নিষিদ্ধ হবে কবে? বুধবার

ভারতে বোরখা নিষিদ্ধ হবে কবে? মোদিকে প্রশ্ন সেনার

নয়াদিল্লি: ভারতেও হোক বোরখা নিষিদ্ধ৷ ভোটের বাজারে নয়া দাবি জানিয়ে খোদ প্রধানমন্ত্রীর দ্বারস্থ অভিমানি শিবসেনা৷ সেনার দাবি, প্রতিবেশী বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে বোরখা৷ প্রতিবেশী দেশ যদি এই সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কেন ভারত পদক্ষেপ নেবে না৷

শিবসেনার মুখপত্র সামনায় লেখা হয়েছে, রারণের লঙ্কায় বোরখা নিষিদ্ধ হয়েছে। এখন রামের অযোধ্যায় তা নিষিদ্ধ হবে কবে? বুধবার অযোধ্যায় সভা করছেন মোদি। তার আগে এই কথাটাই আমরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই৷ শিবসেনার দাবি ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রিটেনে মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর সেদেশে নিষিদ্ধ হয়েছে বোরখা৷ বাংলাদেশেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাহলে ভারত কেন পিছিয়ে থাকবে!

তবে, শিবসেনার তরফে এহেন দাবি জানানো হলেও তা উড়িয়ে দিয়েছেন আরপিআই তথা এনডিএ শরিক নেতা রামদাস আটওয়ালে। তাঁর মন্তব্য, বোরখা নিষিদ্ধ করা ঠিক নয়৷ আটওয়ালে বলেন, বোরখা পরে থাকা মানেই যে কেউ জঙ্গি হবে এমন কোনও কথা নেই। তবে যারা বোরখা পরে সন্ত্রাসবাদী কাজকর্ম করে তাদের শাস্তি দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *