তৃণমূল যখন ছিল না, এরাজ্যে বিজেপি’ও ছিল না: সেলিম

দেগঙ্গা: ‘তৃণমূল কংগ্রেস যখন এরাজ্যে তৈরি হয়নি তখন এখানে বিজেপি’কে দেখা যায়নি। বিজেপি ছিল না। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল আরএসএস’র মদতে। তৃণমূল তাঁর জন্মলগ্ন থেকেই বিজেপি’র দোসর। এখন লোকসভা নির্বাচনে ওই দুই দল গোপন সমঝোতা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমাদের এক ঢিলে দুই পাখি মারতে হবে। বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে বিজেপি-তৃণমূলকে

7000e98ee41ad1fca665ccca1f9573d7

তৃণমূল যখন ছিল না, এরাজ্যে বিজেপি’ও ছিল না: সেলিম

দেগঙ্গা: ‘তৃণমূল কংগ্রেস যখন এরাজ্যে তৈরি হয়নি তখন এখানে বিজেপি’কে দেখা যায়নি। বিজেপি ছিল না। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল আরএসএস’র মদতে। তৃণমূল তাঁর জন্মলগ্ন থেকেই বিজেপি’র দোসর। এখন লোকসভা নির্বাচনে ওই দুই দল গোপন সমঝোতা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমাদের এক ঢিলে দুই পাখি মারতে হবে। বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে বিজেপি-তৃণমূলকে পরাস্ত করতে হবে। উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের ডাকে এক দীর্ঘ পদযাত্রা শেষে দেগঙ্গাতে এই আহ্বান জানান সিপিএম পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম৷

বারাসত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস সিংহের সমর্থনে পদযাত্রা করার পর বক্তব্য রাখেন মহম্মদ সেলিম৷ সেখানে মহম্মদ সেলিম বলেন, ‘‘বামফ্রন্ট সরকার উচ্ছেদ করতে কংগ্রেস ভেঙ্গে তৃণমূল কংগ্রেসকে তৈরি করা হয়েছিল আরএসএস’র মদতে।’’ তৃণমূল কংগ্রেস যখন ছিল না তখন পশ্চিমবাংলাতে বিজেপি ছিল? এই প্রশ্ন করে তিনি বলেন, ‘‘লক্ষ্য করে দেখবেন, ২০১৩’র পঞ্চায়েত নির্বাচন থেকে বেশি সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যজুড়ে আগুন জ্বালিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সময়ের মধ্যেই দিল্লিতে বিজেপি সরকার এসে গেছে। সারদা, নারদ সব কেলেঙ্কারির কোনও ফয়সালা না করে তৃণমূল নেতাদের রক্ষা করেছে বিজেপি সরকার। অপরদিকে তৃণমূলের দুর্নীতি অত্যাচারের সুযোগ নিয়ে পশ্চিমবাংলাতে বিজেপি বেড়েছে। কারণ, বামফ্রন্টের প্রতি মানুষের সমর্থন ঠেকাতে চায় এই দুই দলই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *